মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে ২৫ হাজারেরও বেশি সমর্থকের সামনে উপস্থিত হলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। গায়ে রিয়াল মাদ্রিদের (Real Madrid) চিরাচরিত সাদা জার্সি। ৯ নম্বর জার্সি পরিহিত এমবাপে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন দর্শকদের উদ্দেশ্যে। টানেল থেকে মাঠে প্রবেশ করার পর ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড় ও কোচ জিনেদিন জিদানকে জড়িয়ে ধরেন ফরাসি তারকা।
Jiten Murmu: ইস্টবেঙ্গলের ড্র, জিতেনের ফর্মে নিশ্চিন্তে ভবানীপুর
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপে বলেছেন, ‘এটা আমার জন্য অবিশ্বাস্য দিন। ছোটবেলা থেকে মাদ্রিদে খেলার স্বপ্ন দেখতাম এবং আজ আমি এখানে। এটা আমার কাছে অনেক কিছু।’
🏠 @KMbappe is in the house! 🤩#WelcomeMbappé pic.twitter.com/deN9dq8pmc
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) July 16, 2024
নতুন করে সাজানো বার্নাব্যুতে বড় বড় ভিডিও বোর্ডে ‘ওয়েলকাম, এমবাপে’ মেসেজ দেখানো হয়েছে। লাউডস্পিকারে ‘Nessun Dorma’ গানটি বাজানোর সময় ক্লাবের কিছু আইকনিক মুহুর্তগুলিও দেখানো হয়েছিল। এমবাপের কেরিয়ারের ছবিও প্রদর্শিত হয়েছিল স্ক্রিনে। তাঁর ছোটবেলায় মাদ্রিদের জার্সি পরা, ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে পোজ দেওয়ার ছবি উঠে এসেছিল মাঠের বড় পর্দায়। যে মঞ্চে এমবাপেকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, সেই মঞ্চে ছিল মাদ্রিদের জেতা রেকর্ড ১৫টি ইউরোপিয়ান কাপ।
ডার্বির পরের ম্যাচেই আটকে গেল East Bengal
গত মে মাসে লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছাড়ার কথা প্রকাশ্যে এসেছিল। এরপর এমবাপে পাঁচ মরসুমের জন্য লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিয়েছেন। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের সঙ্গে মাদ্রিদের যোগাযোগ অনেক দিনের। ২০২২ সালে স্পেনে পাড়ি জমানোর খবর জোরালো হলেও পিএসজির সঙ্গেই তখন থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন কিলিয়ান এমবাপে।