তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা হামলা

তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমা ফাটানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হুগলির চুঁচুড়া পুরসভা ৮ নম্বর ওয়ার্ড। সেখানে তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর পুরনো কাপাসডাঙার বাড়ির পাঁচিলের…

TMC

তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমা ফাটানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হুগলির চুঁচুড়া পুরসভা ৮ নম্বর ওয়ার্ড। সেখানে তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর পুরনো কাপাসডাঙার বাড়ির পাঁচিলের পাশে বোমা ফাটানো হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার রাত দশটা নাগাদ বিকট শব্দ পান এলাকার বাসিন্দারা।

এছাড়াও শব্দ যে বোমার তা বুঝতে অসুবিধা হয়নি নির্মলবাবুর ভাইয়ের। তাঁর দাবি বাড়ি জানলা দিয়ে তিনি আগুনের ফুলকি দেখতে পান। তবে বাড়ি থেকে বেরিয়ে কাউকে দেখতে পাননি সেখানে। সেই সময় বাড়ি ছিলেন না কাউন্সিলর। তাঁকে খবর দিলে তিনি এসে দেখেন কেউ বোমা মেরে চলে গিয়েছে। এরপর দলের নেতৃত্ব ও পুলিশকে খবর দেন তিনি। ঘটনাস্থলে আসেন চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী।

নির্মলবাবুর প্রতিবেশীর বাড়ির সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখে পুলিশ। কী ধরনের বোমা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কোনও হতাহত বা আহতর খবর নেই।

বিরোধীরা দুষ্কৃতি লাগিয়ে এই কাজ করাতে পারে বলে অনুমান কাউন্সিলরের। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। কয়েকদিন আগে তৃণমূল কাউন্সিলরের লোক আর তৃণমূল বিধায়কের লোকজনের মারামারি হয়। বিধায়ক নিজেই বললেন তাদের দলের কর্মীরা চোর ডাকাত। তাহলে তৃণমূলের কাউন্সিলের বাড়ির সামনে বোমা কারা মারল!