East Bengal : সমর্থকদের জন্য রয়েছে একের পর এক চমক

আগামী মরশুমে ভালো কিছু করতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। দলবদলের বাজারে সক্রিয় ক্লাব। ইতিমধ্যে দিয়েছে চমক। এখানেই শেষ নয়। পিকচার আভি বাকি হ্যায় বলে মনে…

East Bengal

আগামী মরশুমে ভালো কিছু করতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। দলবদলের বাজারে সক্রিয় ক্লাব। ইতিমধ্যে দিয়েছে চমক। এখানেই শেষ নয়। পিকচার আভি বাকি হ্যায় বলে মনে করছে ফুটবল মহলের একাংশ।

ফুটবল বিশেষজ্ঞের একাংশের মতে আগামী মাসখানেক দলবদলের বাজারে একই রকম সক্রিয় থাকবেন লাল হলুদ কর্তারা। ফলত নতুন নতুন সই সংবাদ কিংবা ঘোষণা যে হতে চলেছে এমনটা আশা করছেন অনেকেই। 

ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একজন হাইপ্রোফাইল বিদেশি এবং বেশ কয়েকজন স্বদেশী ফুটবলারকে নিশ্চিত করেছেন। যার মধ্যে অনেকেই বঙ্গ সন্তান। ভালো দল গড়তে হলে আগামী দিনে আরও কিছু সই প্রয়োজন।

নতুন মরশুমের আগে এখনও কী কী প্রয়োজন ইস্টবেঙ্গলের?

ইনভেস্টর – ইন্ডিয়ান সুপার লিগ খেলার জন্য বড় অংকের টাকার প্রয়োজন। আর তার জন্য দরকার বিনিয়োগকারী বা ইনভেস্টর। এছাড়াও কলকাতা ফুটবল লিগ, ডুরণ্ড কাপ খেলার জন্যও স্পনসর দরকার। সময়েই বলবে লাল হলুদ শিবিরে বসুন্ধরা গ্রুপ নাকি ভারতীয় কোনো কোম্পানি। সম্ভাবনায় ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে বলেও গুঞ্জন।

একজন কোচ – দলের সঙ্গে দরকার একজন কোচ। বিগত কয়েকটি মরশুমে মনে মতো কোচ পায়নি ক্লাব। এবার ভেবে পদক্ষেপ নেওয়া দরকার।

আরও বিদেশি – এখনও পর্যন্ত একজন বিদেশিকে নিশ্চিত করতে পেরেছে ক্লাব। আরও এক হাইপ্রোফাইল ফুটবলারের নাম শোনা গিয়েছে। স্কোয়াডে আরও বিদেশি ফুটবলার দরকার।

অভিজ্ঞ ভারতীয় – এখনও পর্যন্ত তারুণ্য নির্ভর দল গড়েছেন লাল হলুদ কর্তারা। সাফল্যের জন্য তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেল প্রয়োজন।