Hiran vs Deb: ‘এনামুলের থেকে নেওয়া টাকায় বিদেশে যান দেব’, হিরণ বচনে রাজ্য তোলপাড়

টলিউডের পরিচিত দুটি মুখ, তবে রাজনীতিতে সরাসরি আক্রমণ। এইবার আক্রমণের নিশানায় অভিনেতা সাংসদ দেব (Deb)। কার্যত কড়া ভাষায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে তোপ দেগে আক্রমণ করলেন…

টলিউডের পরিচিত দুটি মুখ, তবে রাজনীতিতে সরাসরি আক্রমণ। এইবার আক্রমণের নিশানায় অভিনেতা সাংসদ দেব (Deb)। কার্যত কড়া ভাষায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে তোপ দেগে আক্রমণ করলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) । সরাসরি আক্রমণ করে হিরণ বলেছেন, এনামুলের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে যান দেব। সঙ্গে থাকেন নায়িকারা”।

সরাসরি দেবের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি বিধায়ক হিরণ ‌বলেন, সাংসদ হিসেব আমি প্রত্যেক মাসে মাইনে নেব। সাংসদ হিসাবে এখানে যা কাজ হবে, আমি তার থেকে কাটমানি নেবো। গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেবো। নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফ্রেন্ডকে নিয়ে মালদ্বীপে ঘুরতে যাবো। আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে। আমি মালদ্বীপ গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে সুইমিং করব। আর ঘাটালের মানুষ বন্যার জলের তলায় সুইমিং করবে”।

এতোটুকুতেই থামেনি হিরণ, তিনি দেবকে নিশানা করে আরও বলেন, ৭৫ বছর ধরে ঘাটালের সঙ্গে অবমাননা করা হয়েছে। ঘাটালকে মাটির তলায় ডুবিয়ে রাখা হয়েছে। আমরা রাজনীতি করব না। আমাদের শুধু উন্নয়ন চাই। ঘাটালে উন্নয়নে দেবের অবদানের করা ভাষায় সমালোচনা করে বলেন,’ঘাটালের এমন ফ্লিমস্টার, যিনি শুধুমাত্র শ্যুটিং করবেন, আর নায়িকাদের নিয়ে বিদেশে ঘুরে বেড়াবেন, আর প্রোডিউসার হিসাবে গরু চোর এনামূল হকের থেকে টাকা নেবেন। আর মুখে বলবেন আমি তো টাকা নিইনি। আমাকে তো সিবিআই কফি খাইয়েছে। আমাকে থামসআপ খাইয়েছে,কোকাকোলা খাইয়েছে।’ তৃণমূলের হেভিওয়েট নেতারা দুর্নীতির অভিযোগে এখন কারাগারে। এই পর্যন্ত টেনে এনেও দেবকে কটাক্ষ করতে ছাড়েনি হিরণ। কড়া ভাষায় হিরণ বলেছে,’ নিজেদের মন্ত্রীদের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হল, বলছেন আমি ওই মন্ত্রীটাকে চিনিনা। কিন্তু আমি ওই দলের সাংসদ। আমি সাংসদ পদ থেকে পদত্যাগও করব না’। 

দেবকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, ‘গরু চোরের কাছ থেকে টাকা নেব। কলকাতার ফ্ল্যাটে থাকব। সিনেমা বানাবো। আর আসবও না। আটখানা গাড়ি। সামনে পুলিশ,পিছনে পুলিশ। ঘাটালের মা বোনেরা জলের তলায় ডুবে থাকবে। আর বর্ষা এলে নৌকা নিয়ে ঘুরে বেড়াবে”। বর্তমানে শাসক দলের অন্দরেই চলছে ঘরোয়া যুদ্ধ। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগেই‌ একে অপরের দিকে আঙ্গুল তুলে নিজের দলের ভাবমূর্তি তৈরি করতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস, বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলি।