সৌগত রায় বড় মাপের গুন্ডা: সুকান্ত

তৃণমূলের (TMC) সমালোচনা করলে পিঠে তাল পড়বে৷ সাংসদ সৌগত রায়ের(Saugata Roy) বক্তব্যে তোলপাড় হয়েছে রাজ্য। এবার পাল্টা তোপ দাগলেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি (Sukanta Majumdar)…

তৃণমূলের (TMC) সমালোচনা করলে পিঠে তাল পড়বে৷ সাংসদ সৌগত রায়ের(Saugata Roy) বক্তব্যে তোলপাড় হয়েছে রাজ্য। এবার পাল্টা তোপ দাগলেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি (Sukanta Majumdar) সুকান্ত মজুমদার৷ সৌগত রায় বড় মাপের গুন্ডা বলে কটাক্ষ করেন তিনি৷

সুকান্ত বলেন, রাগ তো শুধু ওনাদের ছেলেদের আসে না। আমাদেরও রাগ হয়। যদি সবাই রাগ করে, তাহলে তো মুশকিল। তাহলে তো পৃথিবী থাকার যোগ্য থাকবে না। নাকের বদলা নাক, আর চোখের বদলা চোখ, এই নীতি নিয়ে তো ভারতে চলতে পারে না। ভারতে সংবিধান আছে। আইন কানুন আছে।

সুকান্ত মজুমদারের বক্তব্য, সৌগত বাবুর বয়স হয়ে গিয়েছে। এখন তাঁর এইসব থেকে অবসর নেওয়া উচিত। আমরা জানি উনি বড় মাপের গুন্ডা ছিলেন। অধ্যাপক গুন্ডা। এখন এসব থেকে অবসর নেওয়া উচিত।
সুকান্ত মজুমদার বলেন, আমি তো বহু আগেই বলেছিলাম, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় এমন বহু এজেন্ট ছড়িয়ে রয়েছে। সেই এজেন্টের প্রকারভেদও রয়েছে। কলেজের অধ্যাপক থেকে বহু তৃণমূল কর্মী দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেন সুকান্ত। এমনকি বলেন, নিজেকে অধ্যাপক বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে৷