Abiola Dauda: ডুরান্ডের নকআউটের আগেই এই তারকা যোগ দিতে পারেন মহামেডানে

ভারতে আসার ভিসা পেয়ে গেছেন মহামেডান স্পোর্টিংয়ের নতুন বিদেশি ফুটবলার Abiola Dauda। বিখ্যাত Red Star Belgrade – ক্লাবের এই ফুটবলার চলতি ডুরান্ড কাপের আগে সাদা…

Abiola Dauda

ভারতে আসার ভিসা পেয়ে গেছেন মহামেডান স্পোর্টিংয়ের নতুন বিদেশি ফুটবলার Abiola Dauda। বিখ্যাত Red Star Belgrade – ক্লাবের এই ফুটবলার চলতি ডুরান্ড কাপের আগে সাদা কালো ব্রিগেডে যোগদান করতে চলেছেন এমনটাই মনে করা হচ্ছে।

ইউরোপের ক্লাব ফুটবলের আসরে চারশোর বেশি ম‍্যাচ খেলেছিলেন দাউদা । সেখানে ১৪০ ‘ এর অধিক গোল করেছিলেন । বিপক্ষের বক্সের কাছে বড্ডো ছটফটে এই ফুটবলার, বিপক্ষের ডিফেন্ডার’দের বিব্রত করতে দারুণ অভস্ত‍্য তিনি।এরফলে তার সতীর্থ দের অনেকটা সুবিধা হয় স্পেস পেতে ।
এই ফরোয়ার্ডের দুই পা খুব সাবলীল । যা তাকে বাড়তি অ্যাডভান্টেজ দেয় ‌। আর এই বিষয়টাই দরকার মহামেডানের আসন্ন আই লিগে ।

প্রসঙ্গত, চলতি ডুরান্ড কাপের আসরে দারুণ ছন্দে আছে মহামেডান স্পোর্টিং ।এবারের টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে আছে এই দল । আইএসএল হোক বা আইলিগ, কোনও পর্যায়ের দলকে রেয়াত দেয়নি।গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে মার্কাস’রা ড্র করেছে বেঙ্গালুরু এফসি’র সাথে।এদিন যুবভারতীতে এই খেলার একেবারে অন্তিম মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী হয় যখন বেঙ্গালুরু গোল শোধ দেয় । এরপর বিক্ষিপ্ত হয়ে সাদা কালো সমর্থক’রা ।গ‍্যালারি’তে ভাঙচুর চালায় । ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাদা কালো ব্রিগেডের তরফে ডুরান্ড কমিটির কাছে ক্ষমা চেয়ে নিলো,বিশেষজ্ঞরা মনে করছে শাস্তি পেতে পারে মহামেডান।