BJP: ভয় পাচ্ছে তৃণমূল, নবান্ন অভিযানের আগে হুঙ্কার দিলীপের

একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের বহু নেতাদের। জেলে রয়েছেন দু’জন৷ তাই বিজেপির (BJP) তরফে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ প্রশাসনিক বাধা ও…

একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের বহু নেতাদের। জেলে রয়েছেন দু’জন৷ তাই বিজেপির (BJP) তরফে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ প্রশাসনিক বাধা ও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই মঙ্গলের সকালে একে এক কর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন। সকাল থেকেই কর্মীদের উজ্জীবিত করতে উপস্থিত হন দিলীপ (Dilip Ghosh) সুকান্তরা৷ তোপ দাগেন শাসক দলের বিরুদ্ধে৷

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, যেভাবে বাধা বিঘ্ন উপেক্ষা করে সকলে এসেছেন, ধন্যবাদ জানাই। গতকাল বিকেল থেকেই পুলিশ জেলায় জেলায় আমাদের কর্মীদের আটকানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের বিধায়করা এগিয়ে এসেছেন। বাধা অতিক্রম করে কলকাতায় এসেছেন। এত মানুষ এসেছেন তাঁদের সঙ্গে।

গতকালই কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে স্টেশনে স্টেশন উপস্থিত হন বিজেপি কর্মীরা৷ ৭ টি ট্রেন বুকিং করা হয়েছিল কর্মীদের আসার জন্য। কিন্তু সেখানেও তাঁদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সেই বাধা অতিক্রম করেই সকালে উপস্থিত হন বিজেপি কর্মীরা৷

দিলীপ ঘোষের কথায়, ট্রেন বুকিং করার পরেও কর্মীদের আসতে দেওয়া হচ্ছে না। আটকে দেওয়া হচ্ছে৷ বহু গাড়ি রাস্তায় আটকে দেওয়া হয়েছে। বহু নেতাকে আটক করা হয়েছে।

তাঁর কথায়, মাঝখানে অনেক বাধা তাঁদের সইতে হয়েছে। পুলিশ এসে স্টেশন থেকে তুলে দিয়ে গেছে। কাউকে বাধা দিয়েছে। গাড়িতে উঠতে দেয়নি, ফিরিয়ে দিয়েছে, কাউকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। তা সত্ত্বেও দুর্যোগের মধ্যেই পৌঁছেছে কর্মীরা। বৃষ্টি বাদলের মধ্যেও সেই উৎসাহ আছে। বিজেপি একটা বড় মিশন নিয়ে কাজ করছে। বাংলায় দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার জন্য। সেই জন্য পুরো সমাজকে নবান্ন আসার আহ্বান করা হয়েছে।

এরপরেই সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, কিন্তু সরকার যেভাবে আটকানোর জন্য গ্রাম পঞ্চায়েত থেকে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে, আমি জানি না এত ভয় পাওয়ার কী আছে ? গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিকভাবেই হবে। শান্তিপূর্ণভাবেই হবে। তাকেও তৃণমূল ভয় পাচ্ছে।