আমেরিকার হুঁশিয়ারির পরেও ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিমের দেশ

 ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া। বর্তমানে করোনা মহামারির সঙ্গে লড়াই করছে উত্তর কোরিয়া। এদিকে আমেরিকার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট…

 ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া। বর্তমানে করোনা মহামারির সঙ্গে লড়াই করছে উত্তর কোরিয়া। এদিকে আমেরিকার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, রবিবার ভোরে ব্যালিস্টিক মিসাইলের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এই ক্ষেপণাস্ত্রের পথ পর্যবেক্ষণ করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও, কিম জং উন তার দেশের অস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দাবি করা হচ্ছে, নতুন এই অস্ত্র উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ রোববার সকালে বলেন, উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের মধ্য দিয়ে গেছে। কিছুদিন আগেই আমেরিকা ও দক্ষিণ কোরিয়া সতর্ক করে দিয়েছিল, খুব শীঘ্রই সপ্তম পরমাণু পরীক্ষা করতে পারে উত্তর কোরিয়া। গত মাসে উত্তর কোরিয়া তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এর মধ্যে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং-১৭।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের প্রথম যৌথ সামরিক অভিযান শেষ করার একদিন পর, উত্তর কোরিয়া রবিবার তার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে কমপক্ষে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।