কলকাতাতেই বাংলা বলে হামলার মুখে মহিলা সাংবাদিক, গর্জে উঠল বাংলা পক্ষ

সাংবাদিক বাংলায় কথা বলায় বেশ কিছু ব্যক্তি অভব্য আচরণ ও হুমকি দেয়৷ সেই ঘটনা ছড়িয়ে পড়তেই প্রতিবাদে জাজেস ঘাটে আজ বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ (Bangla…

"Bangla Pokkho" Logo

সাংবাদিক বাংলায় কথা বলায় বেশ কিছু ব্যক্তি অভব্য আচরণ ও হুমকি দেয়৷ সেই ঘটনা ছড়িয়ে পড়তেই প্রতিবাদে জাজেস ঘাটে আজ বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ (Bangla pokkho)। একইসাথে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তোলে তারা৷

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য ডাঃ অরিন্দম বিশ্বাস, কলকাতার জেলা সম্পাদক অরিন্দম চ্যাটার্জী, দক্ষিণ ২৪ পরগনার সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর ২৪ গ্রামীনের সম্পাদক দেবাশীষ মজুমদার, উত্তর ২৪ শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহেমদ, হাওড়ার সম্পাদক জয়দীপ দে, নদীয়া জেলার পর্যবেক্ষক আবীর সেন প্রমুখ।

প্রতিনাদ সভা থেকে সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন,”আজ বাংলার মাটিতে বাংলা চ্যানেলের বাঙালি নারী সাংবাদিককে বহিরাগতরা হুমকি দিচ্ছে। বাংলা বলা যাবেনা, হিন্দি বলতে হবে। এই অবস্থার জন্য দায়ী শাসক ও বিরোধী সকল দলের নির্লজ্জ বহিরাগত তোষণ এবং ভোটব্যাঙ্ক রাজনীতি। এইভাবে তারা কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনার গঙ্গার দুইপাড় ইউপি – বিহার – রাজস্থানের ক্রিমিনালদের হাতে তুলে দিয়েছে। আর নয়। বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে। আমার মাটি, আমার মা, ইউপি বিহার হবেনা।”

সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, “বাংলার মাটিতে, এই কলকাতার এই ধরণের ঘটনা ঘটছে। পরিচিত চ্যানেলের মহিলা সাংবাদিককে বাংলায় কথা বলায় এভাবে হেনস্থা করা হয়েছে৷ আগামীতে যাতে কোনো বাঙালি মহিলা কেন কোনো বাঙালিকে বহিরাগত হেনস্থা করতে না পারে, সেই ভবিষ্যত সুনিশ্চিত করবে বাংলা পক্ষ। পুলিস-প্রশাসন, সরকার সকলের কাছে আবেদন, গঙ্গার দু পাড়ে বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করুন।”

রবিবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাবুঘাট সংলগ্ন জাজেস ঘাটে এক সংবাদমাধ্যমের মহিলা সাংবাদিক উপস্থিত হন। শুরুতে তিনি বাংলায় কথাবার্তা বলতে থাকেন৷ অভিযোগ কিন্তু তাকে জোর করে হিন্দি বলার জন্য চাপ দেয় সেখানে উপস্থিত কিছু বহিরাগত। তাকে রীতিমতো হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ। এমনকি যখন ওই মহিলা সাংবাদিক বাংলা সংবাদমাধ্যমে কাজ করেন এবং তিনি বাংলায় কথা বলবেন তাঁকে তখন ‘প্রাদেশিক’ বলা হয়।

ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও স্যোশাল মাধ্যমে ছড়িয়ে উঠেছে৷ ভিডিওতে দেখা গেছে সাংবাদিককে গালিগালাজ, হুমকি দেওয়া শুধু নয় তার সঙ্গে থাকা চিত্র সাংবাদিকেও হুমকির মুখে পড়তে হয়। এই ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সাংবাদিক নিজেও তার ফেসবুক প্রোফাইলে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠল বাংলা পক্ষ৷