Emami East Bengal: এলিয়ান্দ্রকে নিয়ে জল্পনা হয়তো কাটছে না

ধারাবাহিকভাবে ময়দানের আলোচনায় উঠে আসছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্র। আলোচনার অন্যতম বিষয় ইমামি ইস্টবেঙ্গলে (Emami East Bengal) তাঁর ভবিষ্যত। মাঝে কেউ কেউ অনুমান করেছিলেন যে তাঁকে…

Eliandro speculation at Emami East Bengal

ধারাবাহিকভাবে ময়দানের আলোচনায় উঠে আসছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্র। আলোচনার অন্যতম বিষয় ইমামি ইস্টবেঙ্গলে (Emami East Bengal) তাঁর ভবিষ্যত। মাঝে কেউ কেউ অনুমান করেছিলেন যে তাঁকে হয়তো রিলিজ করে দেবে ক্লাব।

শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছিল, এলিয়ান্দ্রকে নিয়ে কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। সম্প্রতি বৈঠকে বসেছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এটিই ছিল নতুন কোম্পানির প্রথম বোর্ড মিটিং। সেখানে ব্রাজিলিয়ান ফুটবলারকে নিয়ে আলোচনা হয়েছে অনেকে দাবি করেছেন।

   

ইন্ডিয়ান সুপার লিগের অন্যান্য দলগুলোর তুলনায় ইস্টবেঙ্গলের অনুশীলন অনেকটা দেরিতে শুরু হয়েছে। কোচ একাধিকবার বলেছেন যে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া হতে এখনও একটু সময় লাগবে। এলিয়ান্দ্রর ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। কারণ দীর্ঘ দিন খেলার বাইরে ছিলেন তিনি। ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন অনুশীলনের মাধ্যমে।

আগামী দিনে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে ইমামি ইস্টবেঙ্গল। নিজেদের প্রথম দলের বিরুদ্ধে খেলতে পারে রিজার্ভ দল। ম্যাচে ভালো খেললে রিজার্ভ দলের কোনো ফুটবলারের ভাগ্য হয়তো বদলাতে পারে। সেই সঙ্গে এই প্রস্তুতি ম্যাচে এলিয়ান্দ্রর দিকেও নজর রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। এখনই তাঁকে রিলিজ না করা হলেও পারফরম্যান্স হয়তো কোচ, কর্তাদের নজরে থাকবে।