FC Goa: এডুর বদলে কাকে দলে নিচ্ছে এফসি গোয়া? জানুন

আইএসএলের অন্যতম জনপ্রিয় দল এফসি গোয়ার জার্সিতে মোট ছয়টি মরশুম খেলেছেন এডু বেদিয়া। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। তবে এবার বিদায় নেওয়ার…

david timor

আইএসএলের অন্যতম জনপ্রিয় দল এফসি গোয়ার জার্সিতে মোট ছয়টি মরশুম খেলেছেন এডু বেদিয়া। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। তবে এবার বিদায় নেওয়ার পালা। আসন্ন আইএসএল মরশুমে গোয়ার (FC Goa) হয়ে আর খেলতে দেখা যাবে না এই তারকা ফুটবলারকে।

গত ২০১৭ সালে লোবেরা জামানায় গোয়ায় পা রাখলে ও পরবর্তী সময় কোচ হুয়ান ফেরেন্দোর দলেও অন্যতম ভরসার মুখ হয়ে উঠেন তিনি। এমনকি শেষ মরশুমে কোচ কার্লোস পেনার দলেও খেলতে দেখা গিয়েছিল এডু কে। কিন্তু সেসব এখন অতীত। আগামী মরশুমে আর দলে রাখা হচ্ছে না এই স্প্যানিশ তারকাকে।

তার বদলে কাকে আনতে চলেছে মানালো মার্কুইজের এই দল? জানা গিয়েছে, এডুর বদলে ডেভিড তিমোর কে নিতে চলেছে এফসি গোয়া। তবে সেখানেই শেষ নয়। লেগানেস, জিরোনা, ও ওসাসুনার মতো লা লিগা খেলে আসা একাধিক ফুটবলারদের সঙ্গে ও নাকি কথাবার্তা চালাচ্ছে এফসি গোয়া। জানা গিয়েছে, এই লিগে একাধিকবার নাকি বেঞ্জিমা ও নেইমারদের মুখোমুখি হয়েছেন ডেভিড তিমোর। তাই আসন্ন মরশুমে তার পারফরম্যান্স সম্পর্কে কিছুটা হলেও আন্দাজ করা যায়। এমনকি স্পেন ছেড়ে এই প্রথমবারের জন্য নাকি ভারতে আসতে চলেছেন এই তারকা ফুটবলার।

অন্যদিকে, একটা সময় রেসিং সান্তানা দলের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করে ছিলেন এডু বেদিয়া। উয়েফা কাপের পাশাপাশি বার্সেলোনার যুব দলে খেলার অভিজ্ঞতা ও রয়েছে। তারপর গত ২০১৭ সালে যোগদান করেন এফসি গোয়ায়। প্রথম বছরে এসেই মাঝমাঠের অন্যতম ভরসার মুখ হয়ে উঠেন তিনি। তারপরের বছর অর্থাৎ ২০১৮ সালে সাতটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট থাকে তার ঝুলিতে। পাশাপাশি সেইবার লিগ শিল্ড উইনার্স হয় তাদের দল। পরবর্তীতে এএফসি চ্যাম্পিয়নস লিগে গোয়া দলের হয়ে খেলতে দেখা যায় তাকে। এডুর এই পারফরম্যান্স আদৌ কতটা ধরতে পারেন ডেভিড, এখন সেদিকেই নজর থাকবে সকলের।