Indian team: জাতীয় শিবির থেকে ভারতীয় দল প্রসঙ্গে মুখ খুললেন আকাশ

গত কয়েকদিন আগেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল মরশুম। তবে এখানেই শেষ নয় সমস্ত কিছু। আগামী ৯ জুন থেকে ওডিশার ভুবনেশ্বরে শুরু হতে চলেছে ইন্টারকন্টিনেন্টালে ফুটবল টুর্নামেন্ট। যা চলবে আগামী ১৮ ই জুন পর্যন্ত। সেই নিয়েই এখন প্রবল ব্যস্ততা ভারতীয় দলের (Indian team) মধ্যে।

Akash Mishra - Young Indian Footballer in Action

গত কয়েকদিন আগেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল মরশুম। তবে এখানেই শেষ নয় সমস্ত কিছু। আগামী ৯ জুন থেকে ওডিশার ভুবনেশ্বরে শুরু হতে চলেছে ইন্টারকন্টিনেন্টালে ফুটবল টুর্নামেন্ট। যা চলবে আগামী ১৮ ই জুন পর্যন্ত। সেই নিয়েই এখন প্রবল ব্যস্ততা ভারতীয় দলের (Indian team) মধ্যে।

উল্লেখিত এই টুর্নামেন্টে ভারতীয় দল কে খেলতে হবে মঙ্গোলিয়া, ভানুয়াতু ও লেবাননের মতো দেশের সঙ্গে। সেজন্য বেশকিছুদিন আগেই স্কোয়াডে থাকা ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করেছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। এখন শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে চোটের জন্য আসন্ন এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে দেশের অন্যতম প্রতিভাবান গোলরক্ষক বিশাল কাইথকে।

এছাড়াও সেই তালিকায় রয়েছেন মহম্মদ ইয়াসির, গ্লেন মার্টিনস, রোশন সিং ও মনবীর সিংয়ের মতো তারকা ফুটবলাররা। যারফলে, দল গঠনের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ইগর স্টিমাচ কে। তবে সমস্ত কিছু বিচার বিবেচনা করে ফের ২৭ জনের একটি তালিকা তৈরি করে অনুশীলন শুরু করেন কোচ।

যাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক গুরপ্রীত সিং সিন্ধু, ফুরবা লাচেনপা সহ সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্রা, আনোয়ার আলি, রাহুল ভেকে , সুনীল ছেত্রী, ও ইশান পন্ডিতা সহ অন্যান্যরা। প্রত্যেকেই চাইছেন দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে। এসবের মাঝেই এবার জাতীয় শিবিরে থেকে নিজের অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় তারকা আকাশ মিশ্রা।

তিনি বলেন, জাতীয় ক্যাম্পে দেশের প্রতিটি ক্লাবের সেরা ফুটবলাররা রয়েছেন। প্রত্যেক ফুটবলারদের কিছু না কিছু বিশেষ গুন রয়েছে। এখনো ফুটবল খেলার অনেকগুলো দিক আছে, যা আমাকে রপ্ত করতে হবে। তাছাড়া আমি প্রত্যেক ফুটবলারদের থেকেই কিছুনা কিছু শিখতে থাকি। আমি যদি তা ধরে রাখতে পারি, তাহলে আমার খেলায় সাহায্য করবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেকে উন্নত করাই এখন আমার একমাত্র লক্ষ্য।

উল্লেখ্য, আসন্ন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে হায়দরাবাদ এফসির এই তারকা ফুটবলার কে টানতে ঝাঁপিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এমনকি চেন্নাইন এফসির মতো দল। শেষ পর্যন্ত মোহনবাগান সুপারজায়ান্টস কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলে হায়দরাবাদের এই লেফট ব্যাকের সঙ্গে। তবে শেষ পর্যন্ত আদৌও কোথায় যান আকাশ, তা জানার অপেক্ষায় সকলে।