East Bengal FC: রাজস্থান ইউনাইটেডের এই ফুটবলারকে পেতে চায় ইস্টবেঙ্গল

আগামী আইএসএল মরশুমের কথা মাথায় রেখে একাধিক দেশীয় ফুটবলারদের সঙ্গে কথাবার্তা আগে থেকেই শুরু হয়েছিল। তারপর এপ্রিলের শেষে কার্লোস কুয়াদ্রাতকে দলের দায়িত্ব দেওয়ার পর বিদেশি…

East Bengal FC Eyes Acquisition of Melroy Assisi from Rajasthan United

আগামী আইএসএল মরশুমের কথা মাথায় রেখে একাধিক দেশীয় ফুটবলারদের সঙ্গে কথাবার্তা আগে থেকেই শুরু হয়েছিল। তারপর এপ্রিলের শেষে কার্লোস কুয়াদ্রাতকে দলের দায়িত্ব দেওয়ার পর বিদেশি নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে ইস্টবেঙ্গল (East Bengal FC)। যাদের মধ্যে রয়েছেন জাভিয়ের সিভেরিও, বোরহা হেরেরা, সউল ক্রেসপোর মতো ফুটবলাররা।

পাশাপাশি গত মরশুমের দুই তারকা ক্লেটন সিলভা ও ইভান গঞ্জালেস ও রয়েছেন তাদের তালিকায়। অন্যদিকে দেশীয় তারকাদের মধ্যে নন্দকুমার শেখর, এডুইন ভান্সপল ও নিশু কুমাররা। এখন শুধু সরকারিভাবে তা ঘোষণা অপেক্ষা। তবে সেখানেই শেষ নয়। আগামী মরশুমের জন্য শক্তিশালী দল তৈরিতে এবার রাজস্থান ইউনাইটেডের সেন্টার ব্যাক মেলরয় আসিসির দিকে নজর পড়েছে ইমামি ম্যানেজমেন্টের।

   

বিশেষ সূত্র মারফত খবর, এই প্রবাসী ভারতীয় কে পেতে নাকি অল আউট ঝাঁপিয়েছে ইমামি ইস্টবেঙ্গল শিবির। তবে শুধু কলকাতার এই প্রধান’ই নয়, এই তরুণ প্রতিভা কে পেতে যথেষ্ট আগ্ৰহ প্রকাশ করেছে আইলিগ ও আইএসএলের একাধিক ক্লাব। যাদের মধ্যে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড ও রাউন্ড গ্লাস পাঞ্জাবের মতো দল। একটা সময় এই দুই ক্লাবের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে গেলেও, ইস্টবেঙ্গল আসরে নামতেই ফের বদলে যায় পরিস্থিতি। পরবর্তী সময়ে মশাল ব্রিগেডের পাশাপাশি আসরে নেমে পড়ে চেন্নাইন এফসি ও সার্জিও লোবেরার ওডিশা এফসি। তবে যতদূর জানা গিয়েছে, এই তারকা কে দলে টানতে বাকিদের থেকে নাকি অনেকটাই এগিয়ে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব।

একটা সময় মুম্বাই এফসি দলের জার্সিতে পথ চলা শুরু আরবের এই প্রবাসী তারকার। পরবর্তীতে সেই দল উঠে গেলে, বেশকিছু বছর একাধিক ক্লাব ও অ্যাকাডেমির হয়ে খেপ খেলে কাটাতে হয় তাকে। পরবর্তীতে রিলায়েন্স ইয়ং চ্যাম্পস থেকে ২০১৯ সালে চলে যান চেন্নাইন এফসি তে। পরবর্তীতে আইলিগের রিয়াল কাশ্মীর দলের হয়ে জুনিয়র আইলিগ খেলেন তিনি।

সেখান থেকে ২০২১ সালে লোনে চলে যান রাজস্থান ইউনাইটেডে। সেখানেই গত মরশুমে নিজের সেরা ছন্দে ধরা দিয়েছেন এই তারকা ফুটবলার। প্রথম দিকে সেন্টার ব্যাক হিসেবে শুরু করলেও রাজস্থানে এসে মিডফিল্ডে ও খেলতে দেখা যায় তাকে। এবার তাকে দলে টানতেই এবার লড়াইয়ে একাধিক ক্লাব। শেষ পর্যন্ত কোথায় যান এই তারকা, এখন সেটাই দেখার।