Arjun Singh: তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিন মোদীকে বার্তা অর্জুনের ‘উড়ে আসিনি, হাওয়ায় ভাসিনা’

Arjun Singh is joining BJP

আমাকে ললিপপ ধরিয়ে দিলে চুপ করে যাবো। এটা হবে না। যতদিন না চুড়ান্ত সিদ্ধান্ত হয়, ততদিন আমাদের খুব খুশি হওয়ার প্রয়োজন নেই। আমি বুনিয়াদি স্তরে রাজনীতি করি। আমি কোথাও থেকে উড়ে আসিনি। আমি হাওয়ায় ভাসিনা। লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। লড়তে হবে। সোমবার বস্ত্র সচিবের সঙ্গে বৈঠকের আগে একথা জানালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

তাঁর কথায়, এখনই তিনি কোনও সিদ্ধান্ত নেবেন না। কারণ, তার দিকে কেউ যাতে না আঙুল তুলে বলতে পারে আমার জন্য এটা হয়নি। আপাতত ৯ তারিখ অবধি তিনি দেখবেন। একইসঙ্গে তিনি আশাবাদী খুব শীঘ্রই তাঁর দাবি মেনে নেওয়া হবে।

   

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে চট কলগুলির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন অর্জুন সিং। তাঁর নিশানায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। জুট কর্পোরেশনের সামনে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দেখানো হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা।

পাট শিল্পের সঙ্গে জড়িত বিপুল সংখ্যক মানুষের বিরাট ক্ষতি হয়ে যাবে এই উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দেন। এরপরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় নেতারা।

অর্জুনের দলবদলের সমুহ সম্ভাবনার আগেই তাঁর সঙ্গে দিল্লিতে কথা বলেন পীযুষ গোয়েল। সোমবার অর্জুনের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে বস্ত্র সচিবের। তার আগে ফের বিস্ফোরক অর্জুন সিং।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন