তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে বিজেপির মিছিল নিয়ে সরগরম রাজনৈতিক মহল

এক বছর আগে বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল। তৃণমূল কংগ্রেস সরকারের (TMC government)একাদশ তম বর্ষপূর্তি উপলক্ষে শাসক দলের তরফে রাজ্য জুড়ে চলছে বিশেষ কর্মসূচি। পাল্টা…

anniversary of TMC government

এক বছর আগে বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল। তৃণমূল কংগ্রেস সরকারের (TMC government)একাদশ তম বর্ষপূর্তি উপলক্ষে শাসক দলের তরফে রাজ্য জুড়ে চলছে বিশেষ কর্মসূচি। পাল্টা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনাকে সামনে রেখে বিশেষ কর্মসূচিতে নামল বিজেপি।

সোমবার সকালেই কাশীপুরের সর্বমঙ্গলা ঘাটে তর্পন করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বর্ষপূর্তি পালন বিজেপির তরফে।

অন্যদিকে, এদিনেই দলীয় আক্রাম্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে উত্তর কলকাতায় বড় মিছিলের পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের।  প্রায় ৫০ হাজার কর্মী ও সমর্থক নিয়ে মিছিলের পরিকল্পনা রয়েছে পদ্ম শিবিরের বলে দাবি। মিছিলে উপস্থিত থাকার কথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের সাংসদরা।

ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারকে বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি তৃণমূলকে কড়া টক্কর দিতে চায় বিজেপি। ইতিমধ্যেই ৪২ টি সাংগঠনিক সভাপতিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে। হিন্দ সিনেমা থেকে রাণী রাসমণি অবধি মিছিল করবে গেরুয়া শিবির। একইসঙ্গে শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। যা নিয়ে শহরের বুকে পড়েছে একাধিক পোস্টার।