Dilip Ghosh: দল সম্পর্কে অস্বস্তিকর মন্তব্য করায় দিলীপ ঘোষের ডানা ছাঁটল বিজেপি

দল সম্পর্কে সংবাদ মাধ্যমে মন্তব্য করা থেকে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) দূরে রাখা হচ্ছে। এমনই কড়া অবস্থান বিজেপির। দলটির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দিলীপ ঘোষ সেন্সর…

Dilip Ghosh

দল সম্পর্কে সংবাদ মাধ্যমে মন্তব্য করা থেকে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) দূরে রাখা হচ্ছে। এমনই কড়া অবস্থান বিজেপির। দলটির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দিলীপ ঘোষ সেন্সর হলেন। চিঠি দিয়ে সতর্ক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

দিলীপ ঘোষ বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি। তিনি পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অভিযোগ,সংবাদমাধ্যমে একের পর এক মন্তব্য করে তিনি অস্বস্তি বাড়াচ্ছেন দলের। দিলীপ বাবুজকে সেন্সর করায় বঙ্গ বিজেপিতে আলোড়ন।

   

ভারতীয় জনতা পার্টির লেটারহেডে দলটির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ও হেডকোয়ার্টার-ইন-চার্জ অরুণ সিং চিঠি দিয়েছেন দিলীপ ঘোষকে। তিনি জানিয়েছেন, সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ যে সব মন্তব্য করেছেন, তা দল ও বিজেপি সর্বভারতীয় জে পি নাড্ডা বিশেষ নজরে রেখেছেন। নাড্ডার নির্দেশেই তাঁকে সেন্সর করা হচ্ছে। সেখানে দিলীপ ঘোষকে সমস্ত রকম সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এমনকি দলের সতীর্থদের এধরনের মন্তব্য করতে পারবেন না তিনি।

সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে তাঁকে দূরে ঠেলেছে বিজেপি। এর পরেই দিলীপ ঘোষ বলেন, এবার ৪০ শতাংশ ভোট টেনে দেখাক বাকিরা। তিনি দাবি করেন, নিজ সংগঠনের জন্য বিজেপিকে পশ্চিমবঙ্গে বিশেষ শক্তিশালী করেছেন। তাঁর নিশানায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন।

দিলীপ ঘোষের মন্তব্য থেকে বঙ্গ বিজেপির অভ্যন্তরে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। এর পরেই এলো তাঁকে সেন্সর করার কেন্দ্রীয় নির্দেশ। বিধানসভা র্বাচনের পর রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে। বর্তমান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। তাঁর অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ। এমনকি শুভেন্দুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও একাধিক মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

দিলীপ ঘোষের বিরুদ্ধে পরপর অভিযোগ জমা পড়তে থাকে দিল্লিতে। একাধিকবার তাঁকে তলব করেন কেন্দ্রের নেতারা। বারবার সাবধান করার পর এবার চিঠি পাঠিয়ে ডানা ছাঁটা হলো দিলীপ ঘোষের