Bangladesh: নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের ব্যাংক হিসেব তলব হাসিনা সরকারের

ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক আগেও বিতর্কে জড়ান

ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস বিতর্কে ফের। তাঁর বিভিন্ন আর্থিক লেনদেনের হিসেবে তলব করল আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ (Bangladesh) ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস  গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মাইক্রো ফিনান্স কার্যক্রমের কারণে তিনি ও গ্রামীণ ব্যাংক  যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

   

কী কারণে আন্তর্জাতিক খ্যাতিমান এই ব্যাক্তিত্বের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত তা স্পষ্ট নয়। জানা গিয়েছে গত বৃহস্পতিবার  ড. ইউনূসের সব ধরনের ব্যাংক ও ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে তদন্তকারী সংস্থা। সেই চি‌ঠি‌তে গ্রামীণ ব্যাংকের প্রাক্তন এই পরিচালকের কোনও লেনদেনের রেকর্ড থাকলে  মঙ্গলবারের মধ্যে পাঠাতে বলা হয়ে‌ছে।

আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ ইঙ্গিত দিয়েছে,  তদন্তের প্রয়োজনে বিভিন্ন সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়। ড. ইউনূসের ক্ষেত্রে তেমন কোনো সংস্থা এমন ধরনের কোনো তথ্য চায়নি। বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব প্রয়োজনে এই তথ্য চেয়েছে।

এর আগে ২০১৬ সালে একবার ড. ইউনূস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য নেয় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন