পাঁচ রাজ্যের ভোটে করুণ হাল হবে মোদী-শাহর সংকেত দিল সেনাপ্রধান

আড়াই দশক বিজেপির সঙ্গে জোটে থাকার পর শিবসেনা (Shib Sena) প্রধান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অনুভব, তাঁদের বড় ভুল হয়েছিল। শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ৯৬…

election 2020

আড়াই দশক বিজেপির সঙ্গে জোটে থাকার পর শিবসেনা (Shib Sena) প্রধান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অনুভব, তাঁদের বড় ভুল হয়েছিল। শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ৯৬ তম জন্মদিন উপলক্ষে নিজের উপলব্ধির কথা প্রকাশ করেন উদ্ধব।

উদ্ধব বলেন, আমরা একসময় বিজেপিকে সমর্থন করেছিলাম। তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক ছিল দীর্ঘ ২৫ বছরের। কিন্তু এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি, বিজেপির সঙ্গে থেকে আমরা অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করেছি। বিজেপি ক্ষমতা ছাড়া কিছুই বোঝে না। ক্ষমতা দখল করতেই ওরা হিন্দুত্বের তাস ব্যবহার করে। বিজেপি নিজেদের হিন্দুত্ববাদী সংগঠন বলে দাবি করলেও আসলে তা নয়। ওরা শুধুই ক্ষমতাবাদী।

উদ্ধব ঠাকরের দাবি, শিবসেনা ক্ষমতা দখলের জন্য কখনওই হিন্দুত্বের তাস ব্যবহার করে না। এটাই বিজেপি ও শিবসেনার পার্থক্য। উদ্ধব বিজেপিকে সরাসরি বিশ্বাসঘাতক বলেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ২০১৯- এর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আমাদের চুক্তি ছিল এই যে, জাতীয় স্তরে কাজ করবে বিজেপি। আর রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্রে কাজ করবে শিবসেনা। কিন্তু ভোটের ফলাফল বের হওয়ার পর দেখা গেল, বিজেপি মহারাষ্ট্রেও আমাদের দাবিয়ে রাখতে চায়। ওরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

উদ্ধব আরও বলেন, আগামী দিনে বিজেপির অবস্থা খুব শোচনীয় হবে। কারণ ঘৃণ্য চরিত্রের জন্য কেউই বেশিদিন ওদের পাশে থাকবে না। ওদের চরিত্র বুঝতে পারার সঙ্গে সঙ্গেই সকলেই বিজেপির পাশ থেকে সরে যাবে। যেমনটা শিবসেনা সরে এসেছে। সরে এসেছে অকালি দল।

তিনি বলেন, আগামী দিনে রাজ্যে রাজ্যে আরও অনেক দলই বিজেপির পাশ থেকে সরে যবে। ইতিমধ্যেই একের পর এক রাজ্যে ওরা মুখ থুবড়ে পড়েছে। টাকা বিলিয়ে, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে জোর করে ওরা বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলি কেড়ে নিচ্ছে। কেন্দ্রেও ওরা আর কতদিন ক্ষমতা ধরে রাখতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।