RSS-এর কার্যালয়ে বোমা মারার হুমকি দিয়ে গ্রেফতার ব্যক্তি

সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কার্যালয় বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। এবার সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম রাজ মহম্মদ,…

UP RSS RSS-এর কার্যালয়ে বোমা মারার হুমকি দিয়ে গ্রেফতার ব্যক্তি

সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কার্যালয় বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। এবার সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম রাজ মহম্মদ, তাঁকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আরএসএস-এর লখনউ ও গোন্ডার অফিসে বোমা মারার হুমকি দেওয়া হয়। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। জোরদার করা হয় নিরাপত্তার ব্যবস্থা। উত্তরপ্রদেশের দু’টি জায়গা-সহ মোট ছ’টি জায়গায় ফোনে বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছিলেন রাজ মহম্মদ। একইসঙ্গে আরএসএসের অফিস থেকে হুমকি পাওয়ার পর উন্নাও পুলিশকেও সতর্ক করা হয়। পুলিশ আরএসএস অফিসে নিরাপত্তা জোরদার করে।

   

উন্নাওয়ের ছোট চৌরাহার কাছেই আরএসএস-এর কার্যালয়। জানা গিয়েছে, সোমবার রাত ৮টা নাগাদ লখনউ ও উন্নাওয়ের ইউনিয়ন অফিস উড়িয়ে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। হোয়াটসঅ্যাপে পাঠানো একটি লিঙ্কের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়।

তাৎপর্যপূর্ণভাবে এই হুমকি এমন এক সময়ে এসেছে, যখন নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সর্বাঙ্গীণ বিক্ষোভের মুখে পড়েছেন নূপুর শর্মা। যদিও বিজেপির তরফে বলা হয়েছে, তারা সব ধর্মকেই সম্মান করে। একইসঙ্গে দল ব্যবস্থা নিয়ে একদিকে নূপুর শর্মাকে সাসপেন্ড করেছে, অন্যদিকে নবীন জিন্দালকে দল থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছে।