কাগজে এখনও সই হয়নি। তার আগে থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) ভিতর থেকেও কিছু খবর আসছে। এখনও পর্যন্ত যা গতিবিধি তাতে ইমামি গ্রুপের (Emami group) কোর্টেই হয়তো বল ঠেলে দেবেন ইস্টবেঙ্গল কর্তারা।
বিগত বছরগুলোতে ক্লাব এবং বিনিয়োগকারীদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ইমামি আসার পর থেকেও তাই লাল হলুদ আকাশে জমতে শুরু করেছে আশঙ্কার মেঘ।
নতুন মরশুম শুরু হওয়ার আগে ময়দানে নানান কথা শোনা যায়। যার মধ্যে কিছু উড়িয়ে দেওয়ার মতো, কিছু ভাবিয়ে তোলার পক্ষে যথেষ্ট। ইস্টবেঙ্গল এবং ইমামির মধ্যেকার সম্পর্কও তেমনই ভাববার একটা বিষয়।
ফুটবল মহলের একাংশ ইতিমধ্যে বলতে শুরু করেছেন, দল তৈরি হওয়া কিংবা মাঠে নামার আগেই হয়তো বিনিয়োগকারী কোম্পানির দিকে বল ঠেলে দেবেন লাল হলুদ কর্তারা। অর্থাৎ, দল যদি প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারে সেক্ষেত্রে আঙুল উঠতে পারে কোম্পানির দিকে।
ইমামি স্বনামধন্য কোম্পানি। কোনো কারণে তাদের ওপর কালির ছিটে এসে লাগুক সেটা সংস্থার কর্তারা চাইবেন না। কলকাতা ময়দানের আবেগের সঙ্গে তাঁরা হয়তো ওয়াকিবহাল। ইস্টবেঙ্গল ভালো না খেলার পর কোয়েস কিংবা শ্রী সিমেন্টকে কতটা সমালোচিত হতে গিয়েছিল সেটা সকলের জানা। ইমামির ক্ষেত্রেও যে এমন হবে না তার নিশ্চয়তা দলের সমর্থকরাও পাচ্ছেন না।