Covid 19: সংসদে ভয়াবহ করোনা হামলা, সংক্রমিত ৮০০

আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন (Budget session 2022)। কিন্তু তার আগেই ভয়াবহ তথ্য প্রকাশ্যে এল। সূত্র বলছে, বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে…

আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন (Budget session 2022)। কিন্তু তার আগেই ভয়াবহ তথ্য প্রকাশ্যে এল। সূত্র বলছে, বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের প্রায় ৮৭৫ জন কর্মী করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন।

করোনার তৃতীয় ঢেউতে বিপর্যস্ত গোটা দেশ। সেইসঙ্গে দোসর হয়েছে ওমিক্রন। এই দুইয়ের ঠেলায় নাস্তানাবুদ গোটা দেশ। সাধারণ মানুষের পাশাপাশি এই করোনার হাত থেকে রেহাই পাননি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সমাজের বহু উঁচু স্তরের মানুষ।

সূত্রের খবর, সংসদে তৃতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২,৮৪৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে ৮৭৫ জনের ফলাফল পজিটিভ এসেছে। মোট পরীক্ষার মধ্যে রাজ্যসভা সচিবালয় থেকে ৯১৫টি পরীক্ষা করা হয়েছে এবং ২৭১টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে।

প্রশ্ন উঠছে, এহেন ভয়াবহ পরিস্থিতিতে অধিবেশন কীভাবে হবে। যদিও সূত্র বলছে, কোভিড সংক্রান্ত প্রোটোকল মেনেই এই অধিবেশন হবে। কোভিড কেস বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম একসাথে বা বিভিন্ন পর্যায়ে চলবে। তবে এখনও এই নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুও কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বার কোভিড-১৯-এ আক্রান্ত হলেন তিনি। উপরাষ্ট্রপতির সচিবালয়ের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি বর্তমানে হায়দরাবাদে রয়েছেন। এক সপ্তাহ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলকেই তিনি পরামর্শ দিয়েছেন, তাঁরা যেন নিজেদের পরীক্ষা করিয়ে নিজেদের আইসোলেট করে নেন৷’

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি হতে চলেছে প্রথম পর্বের বাজেট অধিবেশন (Union Budget 2022)। ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল হবে দ্বিতীয় পর্যায়ের কেন্দ্রীয় বাজেট অধিবেশন। এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।