Partha Chattetjee: বান্ধবীদের লাট লেগেছে, ভুঁড়ি বানানোর আহ্বান ভাইরাল

চিকিৎসক ও জিম বিশেষজ্ঞরা এ ধরণের কটাক্ষকে স্বাস্খ্য সংক্রান্ত বিপদ টেনে আনার ঝুঁকি বলছেন

Partha Chatterjee

‘আমি তৃণমূল কংগ্রেসের দুনম্বর গুরুত্বপূর্ণ। আমার আগে একমাত্র মমতা আছেন।’ এমনই দাবি ঘনিষ্ট মহলে করতেন (Partha Chatterjee) পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতিতে তিনি ও তাঁর বান্ধবী অর্পিতা এখন ইডি হেফাজতে। দুজনের দখলে থাকা কোটি কোটি টাকা, বিপুল সম্পত্তি, একাধিক বাগানবাড়ি যেমন বের হচ্ছে তেমনই বেরিয়ে আসছে পার্থবাবুর একের পর এক বান্ধবীর নাম।

গোটা রাজ্য জুড়ে বান্ধবী ছড়ানো পার্থ চট্টোপাধ্যায়ের। অভিযোগ,তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন এই বান্ধবীরা ছিলেন ক্ষমতাময়ী। তাদের সঙ্গে কথা বলতে গেলেও অনুমতি নিতে হতো। তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মদতে এই বান্ধবীরা হয় কে নয় করত বলে অভিযোগ। অর্পিতা, মোনালিসা, মৌমিতা ক্রমে বাড়ছে পার্থর বান্ধবীর নামের তালিকা।

   

Partha Chattetjee: বান্ধবীদের লাট লেগেছে, ভুঁড়ি বানানোর আহ্বান ভাইরাল

তবে এসব অভিযোগের বাইরে আরও চর্চিত বিরাট মেদবহুল দেহের অধিকারী পার্থ চট্টোপাধ্যায়ের তন্বী, সুন্দরী বান্ধবীরা। প্রশ্ন উঠছে কেন এমন পছন্দ করেছিলেন তারা। চর্চায় উঠে আসছে ওনার নাকি ১০০ কেজি ওজন! তবুও পার্থবাবুর রাজনৈতিক ক্ষমতার স্বাদ পেতে এই বান্ধবীরা ঘনিষ্ঠ হয়।

পড়ুন: Alipurduar: পার্থর সঙ্গে মৌমিতার মিষ্টি ইশারায় আলিপুরদুয়ার গরম

এদিকে কটাক্ষ তীব্র সোশ্যাল মিডিয়া সরগরম ব্যায়াম করা মেদহীন দেহ তৈরি নিয়ে। প্রশ্ন তোলা হচ্ছে, ভুঁড়ি কমিয়ে কী হবে ! এমনকি জিমে গিয়ে ভুঁড়ি কমানোর বিরোধিতা করে ভুঁড়ি বাড়িয়ে বান্ধবীদের আকর্ষিত করার টিপস ছড়াচ্ছে অহরহ।

বিলাসবহল বাগানবাড়িতে কী হতো? পড়ুন

Jhargram: ‘উনি একটা মেয়ে নিয়ে আসতেন! সোনার কয়েন বেচতেন’ পার্থকে নিয়ে তীব্র আলোচনা

পুরো বিষয়টি চরম কটাক্ষ হলেও স্বাস্থ্য সচেতনতার দিকটি উপেক্ষিত বলেই মনে করছেন অনেকে। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে মেদবহুল দেহ জটিল রোগ তৈরি করে, বলছেন চিকিৎসক ও জিম বিশেষজ্ঞরা। তবে সোশ্যাল মিডিয়া সরগরম “বন্ধ করো শরীরচর্চা, জিমে ঝোলাও তালা, ট্রফি নিয়ে চলে গেল মোটা ভুঁড়িওয়ালা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন