প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওএসডি

প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ (Lalu Prasad Yadav) যাদবের অফিসার ইন স্পেশাল ডিউটি (OSD) ভোলা যাদবকে। ভোলাকে গ্রেফতার করেছে সিবিআই।…

প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ (Lalu Prasad Yadav) যাদবের অফিসার ইন স্পেশাল ডিউটি (OSD) ভোলা যাদবকে। ভোলাকে গ্রেফতার করেছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, রেলে নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, বিহারের পটনা ও দ্বারভাঙার চারটি জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই। ভোলা যাদব ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু যাদবের ওএসডি ছিলেন। সেই সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন লালু যাদব। একই সঙ্গে রেলে নিয়োগ কেলেঙ্কারির ঘটনাও ঘটেছে। অভিযোগ, ভোলা যাদব এই কেলেঙ্কারির কথিত কিংপিন। অভিযোগ, লালু যাদব রেলমন্ত্রী থাকাকালীন চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে জমি ও প্লট নেওয়া হয়েছিল। একই মামলার তদন্তের পর সিবিআই সম্প্রতি লালু যাদব, রাবড়ি দেবী, মিসা যাদব, হেমা যাদব এবং কিছু প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে যাদের প্লট বা সম্পত্তির বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল।

এর আগে গত মে মাসে এই মামলায় লালু যাদবের সঙ্গে যুক্ত ১৭টি জায়গায় হানা দিয়েছিল সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে সিবিআই অভিযান। লালু যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে মিসা ভারতীর পাটনা, গোপালগঞ্জ ও দিল্লির বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়।