TMC: প্রধানমন্ত্রীর আসনে মমতাকে বসিয়ে পোস্ট মুছলেন অপরূপা

“আমি চাই,আমাদের দিদি ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবরর্ধন জগদীশ ধনকরের থেকে বাংলায় ২০২৪ এ মুখ্যমন্ত্রী হিসাবে…

“আমি চাই,আমাদের দিদি ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবরর্ধন জগদীশ ধনকরের থেকে বাংলায় ২০২৪ এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়”। মঙ্গলবার এধরনের পোস্ট করে জল্পনা বাড়ালেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। পরে ওই ট্যুইট সরিয়ে দেন তিনি।

নিজের ট্যুইটারে পোস্ট করে ফের মুছে বিতর্ক বাড়ালেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ।

তবে তৃণমূলের অন্দরে স্কোর বাড়ানোর কাজ চলছে। কে কতটা দলনেত্রী ও অভিষেক অনুগামী সেটাই বোঝানোর চেষ্টা চলছে।

কুণাল ঘোষের থেকে একধাপ এগিয়ে অপরূপা পোদ্দার ট্যুইট করেন। ঘন্টাখানেকের মধ্যে তা ডিলিট করে দেন।

প্রশ্ন উঠছে এসবই কি শীর্ষ নেতৃত্বের নির্দেশে হচ্ছে? গতকালই তৃণমূলের সরকার গঠনের একাদশ তম বর্ষপূর্তি ছিল। এদিনেই তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ নিজের ফেসবুক পোস্টে লেখেন, “তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি। তবে তার মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেকরকম তো হবেই”।

আর ঈদের দিন সকালে ও দলীয় কার্যালয় উদ্বোধনের আগে তৃণমূলের রাজ্য সম্পাদককে ছাপিয়ে গেলেন অপরূপা পোদ্দার। ২০৩৬ নয়, একেবারে পরবর্তী নির্বাচনেই প্রধানমন্ত্রী পদে মমতাকে দেখতে চান তিনি।

দেশে অন্যতম শক্তিশালী বিরোধী শক্তি হিসাবে প্রমাণিত করার জন্য এখন থেকেই কোমর বেঁধেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বাইরে সংগঠন বিস্তার করতে চায় তাঁরা। তবে বিশেষ নজরে রয়েছে ত্রিপুরা, অসম এবং মেঘালয়। আগামী বছর ত্রিপুরা এবং মেঘালয়ের নির্বাচনে প্রার্থী দিতে চলেছে ঘাসফুল শিবির। নির্বাচনের তোরজোড় শুরু করতে চলতি সপ্তাহেই মেঘালয় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শোনা যাচ্ছে এবার জোট নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে তৃণমূলের।

কিন্তু জোট মুখ কে হবেন এই প্রশ্ন বারবার এড়িয়ে গেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁকে নিইয়ে জল্পনা হলেও সকলকে একজোট হয়ে কাজ করার বার্তা দিয়ে গেছেন তিনি। মমতার নাম ঘোষণা করে জোটের নিয়ে জট পাকালেন অপরূপা। উঠছে প্রশ্ন।