ইন্ডিয়ান আর্মিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৫

রাজ্যজুড়ে একের পর এক প্রতারণার খবর। আর এবার ইন্ডিয়ান আর্মিতে অর্থাৎ ভারতীয় সেনায় চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠল। আর এই প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার…

রাজ্যজুড়ে একের পর এক প্রতারণার খবর। আর এবার ইন্ডিয়ান আর্মিতে অর্থাৎ ভারতীয় সেনায় চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠল। আর এই প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। জানা গিয়েছে, নিজেদের ভুয়ো আর্মি অফিসারের পরিচয় প্রতারণার অভিযোগ উঠেছিল। জাল আইডি কার্ড, নকল নথি বানিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই উত্তর প্রদেশের বাসিন্দা। লালবাজার গুন্ডা দমন শাখা কলকাতার বেশ কয়েকটি নামি জায়গা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে জানা গিয়েছে, বহু মানুষকে ইন্ডিয়ান আর্মিতে অর্থাৎ ভারতীয় সেনায় চাকরি করে দেবে বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল অভিযুক্তরা। কিন্তু তারপর আর চাকরির ফল হাতে পায়নি কেউই। এমনকি যাদের থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল তাদেরকে জাল ডকুমেন্ট দেওয়া হয়েছিল। আর এই অভিযোগের ভিত্তিতেই নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়।

ধৃতদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে এই প্রতারণা কাণ্ডে তার তদন্ত শুরু করেছে লালবাজার গুন্ডা দমনকারী শাখা। রাজ্যে একের পর এক প্রতারণার কাণ্ডে প্রশ্ন উঠছে প্রশাসনের দিকে। সম্প্রতি সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার কাণ্ডে জড়িয়েছেন তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক।