শ্রাবন্তী-তনুশ্রীর পদাঙ্ক অনুসরণ করে গেরুয়া শিবির ত্যাগ বনির

বছর ঘুরতে না ঘুরতেই যেন মোহভঙ্গ ঘটল। টলিপাড়ার অন্য দুই সহ-অভিনেত্রী শ্রাবন্তী ও তনুশ্রীর দেখানো পথেই পা মিলিয়ে বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)।…

Bonny Sengupta

বছর ঘুরতে না ঘুরতেই যেন মোহভঙ্গ ঘটল। টলিপাড়ার অন্য দুই সহ-অভিনেত্রী শ্রাবন্তী ও তনুশ্রীর দেখানো পথেই পা মিলিয়ে বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সোমবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন বনি। টলিউড অভিনেতার অভিযোগ, কথা রাখেনি গেরুয়া শিবির।

সোমবার টুইটা করে বনি লেখেন, “আজ থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। যে সমস্ত কথা দলটির পক্ষ থেকে দেওয়া হয়েছিল তা রাখা হয়নি এবং বাংলা সিনেমার উন্নয়নের জন্য যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল তাও করা হয়নি।”

একুশের ভোটের আগে যখন ভোটের হাওয়াই উত্তাল বঙ্গ রাজনীতি সেই সময় তৃণমূলে যোগ দেন বনির মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়। কিন্তু তারপরেই সকলকে চমকে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন বনি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছিলেন টলিউড তারকা বনি। এছাড়াও সেইসময় বিজেপিতে নাম লেখান অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীও। কিন্তু গত জুলাই মাসে রাজনীতির আঙিনা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তনুশ্রী। এরপর গত বছরের শেষে দল ছাড়েন শ্রাবন্তীও। সোমবার সেই পথেই পা বাড়িয়ে দল ছাড়লেন বনিও।