Nobel Prize: রসায়নে নোবেল জয়ী তিন বিজ্ঞানী

২০২২ সালের নোবেল বিজয়ীদের (Nobel Prize) নাম ঘোষণা শুরু হচ্ছে। প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেলজয়ীদের নাম জানানো চলছে। নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২…

২০২২ সালের নোবেল বিজয়ীদের (Nobel Prize) নাম ঘোষণা শুরু হচ্ছে। প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেলজয়ীদের নাম জানানো চলছে। নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালের রসায়ন বিজ্ঞানে (chemistry)  নোবেল জয়ী  তিন বিজ্ঞানী।

রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ক্যারোলিন আর বার্টোজ, ব্যারি শার্পলেস ও মর্টেন মেলডাল। স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

নোবেল কমিটি জানাচ্ছে, সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল দেওয়া হয়েছে।  মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে নাম ঘোষিত হয়। বুধবার রসায়নে নোবেল জয়ী নাম ঘোষণা করা হয়,  বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করে হবে। ১০ অক্টোবর শেষ দিন অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

বিবিসির খবর, নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে। ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে মনোনীতদের নাম গোপন রাখার নিয়ম চলে আসছে।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ দিয়ে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। বিশ্ব শ্রেষ্ঠ এই পুরষ্কার। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই বিভাগগুলিতে নোবেল দেওয়া হয়।