Nobel Prize: নোবেল জয়ের দৌড়ে এগিয়ে মহম্মদ জুবায়ের-প্রতীক

জুবায়ের ও প্রতীক সংবাদ সত্যতা যাচাই কর্মকাণ্ডে জড়িত। তাদের নাম নোবেল শান্তি পুরষ্কার প্রাপকদের তালিকায় থাকা নিয়ে বিতর্ক প্রবল।

43

২০২২ এর নোবেল শান্তি পুরষ্কার (Nobel Peace Prize) প্রাপকদের দৌড়ে রয়েছেন মহম্মদ জুবায়ের (Zubair) এবং প্রতীক সিনহা (Pratik Sinha)৷ টাইমসের তরফে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গেছে৷ টাইমসের তরফে জানানো হয়েছে, পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর তরফে এই দুজনের নাম বেছে নেওয়া হয়েছে৷

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে গ্রেফতার হয়েছিলেন জুবায়ের৷ ২০১৮ সালের তার একটি ট্যুইটের কারণে গ্রেফতার হয়েছিলেন তিনি৷ শুধুমাত্র তাই-ই নয়, হজরত মহম্মদকে নিয়ে জুবায়েরের একের পর এক ট্যুইট আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে দিয়েছিল৷ হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা তাঁর মন্তব্যের জেরে পরে বিজেপি থেকে সাসপেন্ড হন। তাঁর মন্তব্য নিয়ে তীব্র ধর্মীয় উত্তেজনা ছড়ায়। 

সম্প্রতি টাইমস ম্যাগাজিনের তরফে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্যকদের সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। টাইমসের তরফে জানানো হয়েছে, নরওয়ের আইনপ্রণেতার থেকে পাওয়া তথ্য, বিশেষজ্ঞদের পূর্বাভাস এবং অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যের ভিত্তিতে সেই ‘ফেভারিট’-দের তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে অল্ট নিউজের দুই জনের নাম।

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে এবার শান্তি পুরস্কারের দৌড়ে ৩৪৩ জন রয়েছেন৷ যার মধ্যে রয়েছে ৯২ টি সংগঠন৷ সেই দৌড়ে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলিনিস্কি, রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালাক্সি নাভালিনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রয়েছে। এছাড়াও রয়েছেন, গ্রেটা থুনবার্গ, বেলারুশের বিরোধী দলনেতা, মায়নামারের ন্যাশনাল ইউনিটি সরকার৷

আগামী ৭ অক্টোবর সকাল ১১ টা নাগাদ ওসলোতে ঘোষিত হবে নোবেলজয়ীদের নাম। সেখানেই সমস্ত তালিকা পরিষ্কার হয়ে যাবে৷ তবে এখনও অবধি নোবেল কমিটির তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি৷

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)