Kolkata: রাতভর বিক্ষোভে অসুস্থ একাধিক চাকরিপ্রার্থী

কেটে গিয়েছে অনেকটা সময়। নতুন করে চাকরির পরীক্ষা দেওয়ার সময়টুকু নেই।‌ দিনের পর দিন বিক্ষোভে ফল মেলেনি।তাই এবার ধর্মতলার পর এবার করুণাময়ীতে (Karunamoyee) শিক্ষা দফতরের…

Hunger Strike at karunamoyee

কেটে গিয়েছে অনেকটা সময়। নতুন করে চাকরির পরীক্ষা দেওয়ার সময়টুকু নেই।‌ দিনের পর দিন বিক্ষোভে ফল মেলেনি।তাই এবার ধর্মতলার পর এবার করুণাময়ীতে (Karunamoyee) শিক্ষা দফতরের অফিস তথা বিকাশ ভবনের অদূরেই শুরু হয়েছে বিক্ষোভ। গত বুধবার থেকে বিক্ষোভ শুরু করেছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনশন। আমরণ অনশনের ডাক দিয়েছেন তারা।

সারা রাত ঠাণ্ডা আবহাওয়ায় খোলা আকাশের নীচেই বসেছিলেন তারা। শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লেন দুই চাকরি প্রার্থী। কার্যত মাটিতে লুটিয়ে পড়েছেন তারা। তাদের দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, অনশনের সিদ্ধান্ত পিছু হটতে রাজি নন চাকরি প্রার্থীরা। তাদের দাবি, সরকারের তরফ থেকে সাড়া না মেলা পর্যন্ত অনশন জারি রাখবেন তারা। তাদের দাবি, আপডেটেড ভ্যাকেন্সি বা বর্ধিত শূন্যপদে নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে ৫২৭ দিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বিক্ষোভ করছেন তারা। তবে কোনও সুরাহা না হওয়ায় এবার বিক্ষোভের স্থান পরিবর্তন করেছেন। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তাই বিকাশ ভবনের কাছে আন্দোলন শুরু হয়েছে বলে দাবি প্রার্থীদের। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই রাজপথে বসেছেন চাকরিপ্রার্থীরা।

আন্দোলনকারীরা বলছেন, “মুখ্যমন্ত্রী তো বলেন আইন মেনে নিয়োগ হোক। আমরাও চাই আইন মেনেই নিয়োগ হোক। অবিলম্বে সিট আপডেট করতে হবে।” বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে করুণাময়ীতে উপস্থিত ছিলেন বাম নেত্রী দীপ্সিতা ধর, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী প্রমুখ।