বিতর্কের পর অবশেষে ভারতীয় দলে ফিরলেন তারকা ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তিন ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে। ফরম্যাটেই এখন তিন…

yuzvendra chahal

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তিন ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে। ফরম্যাটেই এখন তিন অধিনায়ক পেয়েছে টিম ইন্ডিয়া।

এ ছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন টিম ইন্ডিয়ার তারকা স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল। দীর্ঘদিন টিম ইন্ডিয়ার বাইরে থাকা চাহাল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও টিম ইন্ডিয়ায় জায়গা পাননি। ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। দীর্ঘদিন দলে জায়গা না পাওয়ায় বিজয় হাজারে ট্রফিতে খেলছেন চাহাল। এই টুর্নামেন্টে হরিয়ানার হয়ে খুব ভাল বোলিং করছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও চাহালকে উপেক্ষা করেছিলেন নির্বাচকরা। যার পর নির্বাচকদের নিয়েও অনেক প্রশ্ন তোলেন ভক্তরা। চাহালকে দলে অন্তর্ভুক্ত করার জন্য ক্রমাগত দাবি উঠেছিল। ভারতের হয়ে এখন পর্যন্ত ৭২টি ওয়ানডে ম্যাচ খেলে ১২১টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল।

ভারতের ওয়ানডে স্কোয়াড:
লোকেশ রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, রজত পাতিদার, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, দীপক চাহার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, অর্শদীপ সিং, মুকেশ কুমার।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের ক্রীড়া সূচি
টি২০
প্রথম টি-টোয়েন্টি: ১০ ডিসেম্বর (ডারবান)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১২ ডিসেম্বর (কেবেরা)
তৃতীয় টি-টোয়েন্টি: ডিসেম্বর ১৪, ২০১৮
ওয়ানডে
প্রথম ওয়ানডে: ১৭ ডিসেম্বর (জোহানেসবার্গ)
দ্বিতীয় ওয়ানডে: ১৯ ডিসেম্বর (কেবেরা)
তৃতীয় ওয়ানডে: ২১ ডিসেম্বর (পার্ল)
পরীক্ষা
প্রথম টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর (সেঞ্চুরিয়ান)
দ্বিতীয় টেস্ট: ৩-৭ জানুয়ারি (কেপটাউন)।