Mohun Bagan: সবুজ-মেরুনে কি বসুন্ধরা কিংসের দাপুটে ফুটবলার?

গতবারের আইএসএল জয়ের পর নতুন মরশুমে টুর্নামেন্টের লিগশিল্ড জয় করার পাশাপাশি এএফসি কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নিজেদের দল সাজিয়ে ছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস।…

Robinho Bashundhara Kings

গতবারের আইএসএল জয়ের পর নতুন মরশুমে টুর্নামেন্টের লিগশিল্ড জয় করার পাশাপাশি এএফসি কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নিজেদের দল সাজিয়ে ছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যেখানে ম্যাকহিউ থেকে শুরু করে স্লাভকো ডামজানোভিচের মতো ফুটবলারদের ছাঁটাই করে একের পর এক দাপুটে বিদেশী ফুটবলারদের। তার বদলে দলে আনা হয় অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে আলবেনিয়া তারকা আর্মান্দো সাদিকুকে দলে টানে মোহনবাগান।

একটা সময় এই দুই তারকার আসা একেবারে অনিশ্চিত হয়ে উঠলেও পরবর্তীতে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে বিরাট ট্রান্সফার ফি এর মাধ্যমে তাকে দলে টেনে নেয় সবুজ-মেরুন। এছাড়াও ইউরোপা লিগের এক শক্তিশালী ক্লাবের সঙ্গে সাদিকুর দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও তাকে ও শেষ পর্যন্ত নিশ্চিত করে কলকাতা ময়দানের এই প্রধান।

তবে শুধু বিদেশী নয় দেশীয় ফুটবলারদের নির্বাচন করার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে বাগান ম্যানেজমেন্ট। দলে আনা হয় দাপুটে মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো ফুটবলার। এছাড়াও আনোয়ার আলীর মতো ডিফেন্ডারকে ও যুক্ত করা হয় দল। তবে এতো কিছুর পরেও খুব একটা ভালো পারফরম্যান্স হয়নি মোহনবাগানের। এএফসি কাপের গ্রুপ পর্ব থেকেই এবার বিদায় নিতে হয়েছে দলকে। যা দেখে হতাশ সকলেই।

উল্লেখ্য, বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের সঙ্গে প্রথম লেগের ম্যাচ ড্র করলেও দ্বিতীয় লেগে বাংলাদেশের ঘরের মাঠে পরাজিত হতে হয় সবুজ-মেরুনকে। তারপর ও এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য ক্ষীন আশা থাকলেও লোবেরার বিপক্ষে পরাজিত হওয়ার পর ছিটকে গিয়েছে মোহনবাগান।

তবে নতুন মরশুমের কথা ভেবে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ-মেরুন। এবার তাদের নজর পড়েছে বসুন্ধরা কিংসের দাপুটে বিদেশী রবিনহোর দিকে। হ্যাঁ, ঠিক শুনেছেন। একটা সময় ধরেও নেওয়া হয়েছিল যে এবার হয়ত ভারতে আসতে চলেছেন এই ফুটবলার। তবে শেষ রক্ষা হল না। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আগামী আরও দুইটি মরশুমের জন্য বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন এই ফুটবলার। যারফলে, আর মোহনবাগানে আসা হচ্ছে না রবিনহোর।