Mohun Bagan: আইএফএ-কে নিশানা করে তোপ দাগলেন দেবাশিস দত্ত

গত কয়েকদিন ধরেই প্রিমিয়ার ডিভিশন লিগের ডার্বি ম্যাচ খেলা নিয়ে সরগরম হয়ে উঠেছিল কলকাতা ময়দান। আসলে ইমামি ইস্টবেঙ্গল দলের তরফ থেকে এই ম্যাচ খেলা নিয়ে…

Mohun Bagan Secretary Debashis Dutta

গত কয়েকদিন ধরেই প্রিমিয়ার ডিভিশন লিগের ডার্বি ম্যাচ খেলা নিয়ে সরগরম হয়ে উঠেছিল কলকাতা ময়দান। আসলে ইমামি ইস্টবেঙ্গল দলের তরফ থেকে এই ম্যাচ খেলা নিয়ে কোনো আপত্তি না থাকলেও বাধ সাথে পড়শি ক্লাব। তাদের তরফ থেকে জানানো হয় আগামী ২রা ডিসেম্বর আইএসএলের ম্যাচে হায়দরাবাদ দলের বিপক্ষে খেলতে হবে তাদের। সেই ম্যাচের প্রেস কনফারেন্স রয়েছে তাদের।

সেজন্য, ম্যাচের দিন বদলের দাবি করা হয়েছিল তাদের তরফ থেকে। কিন্তু তা মানতে নারাজ ছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। অনির্বাণ দত্ত পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আর বদল করা যাবে না ম্যাচের দিন। গতকাল রাতে ক্লাবের তরফ থেকে ম্যাচ পরিচালনা করার সমস্ত নথির পাশাপাশি টিকিট চেয়ে পাঠানো হয়। এই জল যে অনেকদূর গড়াবে তার আভাস মিলেছিল অনেক আগেই। তেমন ঘটল আজ। নির্ধারিত সময় নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের জন্য লাল-হলুদ ব্রিগেড উপস্থিত থাকলেও দেখা যায়নি বাগান ব্রিগেডকে।

তবুও নিয়ম অনুযায়ী বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। প্রথমদিকে ওয়াক ওভারের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সরকারিভাবে তেমন কিছু জানানো হয়নি। এসবের মাঝেই এবার সাংবাদিক বৈঠক করে আইএফএ কে নিশানা করলেন বাগান সচিব দেবাশীষ দত্ত। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে আইএফএ নাকি তৈরি ছিল এই ডার্বি ম্যাচের জন্য।

তবে এক্ষেত্রে আমি জানতে চাই যে পুরোপুরি তৈরি কাকে বলে? কারন যেই ম্যাচের টিকিট ছাপা হলনা। সেই ম্যাচ কিভাবে সম্পূর্ণ তৈরি বলা যায়? তাছাড়া বাংলার ফুটবলে সবথেকে বড় বিজ্ঞাপন হল কলকাতা ডার্বির ম্যাচ। সেই ম্যাচে একটি খোলা মাঠে হবে তা মানা যায়না। গতকাল আমাদের ক্লাবের তরফ থেকে চিঠি জমা দেওয়ার পর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

সেইসাথে ফুটবল সংস্থার উপর ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, যদি সম্ভব হয় তাহলে পরবর্তী সময় থেকে কলকাতা লিগের পাশাপাশি আইএফএ শিল্ডের মতো টুর্নামেন্ট মোহনবাগান দলকে বাদ দিয়ে আয়োজন করে দেখাক আইএফএ। এক কথায় বলতে গেলে আইএফএ’র এমন হঠকারী সিদ্ধান্তে যথেষ্ট হতাশ সকলেই। সেইসাথে বছরের পর বছর ধরে আইএফএ’সর একাধিক সিদ্ধান্তের ও প্রবল সমালোচনা করতে শোনা যায় তাকে।