ATK Mohun Bagan : দুই বঙ্গ তনয়-সহ এই তরুণদের ওপর আস্থা রাখছেন বাগান কোচ

এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াডে রয়েছেন একাধিক তরুণ ফুটবলার। সুযোগ পেলে তাদেরও মাঠে নামিয়ে দেন হুয়ান ফেরান্ডো। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচেও কিছুক্ষণের জন্য…

ATK Mohun Bagan

এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াডে রয়েছেন একাধিক তরুণ ফুটবলার। সুযোগ পেলে তাদেরও মাঠে নামিয়ে দেন হুয়ান ফেরান্ডো। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচেও কিছুক্ষণের জন্য একাধিক উদীয়মান ফুটবলারকে তিনি ম্যাচ টাইম দিয়েছিলেন।

দেখে নেওয়া যাক এটিকে মোহন বাগানের সবুজ মেরুন জার্সিতে কয়েকজন তরুণ তুর্কির নাম:-

কিয়ান নাসিরি- বছর একুশের কিয়ান এখন থেকেই প্রায় তারকা তুল্য। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন তিনি। বাগানের হয়ে ইতিমধ্যে বেশ কিছু ম্যাচ খেলেছেন। সুযোগ বুঝে তাঁকে মাঠে নামান দলের স্প্যানিশ কোচ। ডার্বির পর গোল করতে না পারলেও দলগত খেলায় ভূমিকা রাখতে পারেন কিয়ান।

ফারদিন আলি মোল্লা- এই তালিকায় কিয়ানের পর মহম্মদ ফারদিন আলি মোল্লাও এক বঙ্গ তনয়। এ বছরের সন্তোষ ট্রফি টুর্নামেন্টে ছিলেন সর্বোচ্চ গোলদাতার দৌড়ে। বিগত কয়েক মরশুম ধরেই তিনি সবুজ মেরুন তাঁবুর সদস্য। তবে খুব বেশি সুযোগ পাননি। এই ফারদিনকেও বসুন্ধরার বিরুদ্ধে খেলায় কোচ ম্যাচ টাইম দিয়েছিলেন।

রবি বাহাদুর রানা- উনিশ বছরের এই তরুণের জন্ম জম্মু কাশ্মীরে। মাঝমাঠ এবং উইংয়ে খেলতে পছন্দ করেন। জামশেদপুর এফসির বি দলে কিছু ম্যাচ খেলেছিলেন। পরে যোগ দিয়েছিলেন এটিকে মোহন বাগানে। হুয়ান ফেরান্ডো তাঁকে মাঠে নামিয়েছেন।

গুরসিমরত সিং গিল- বয়সে কম হলেও ইতিমধ্যে ভারতের একাধিক নামকরা ক্লাবে খেলেছেন। চব্বিশ বছর বয়সী এই সেন্ট্রাল ব্যাক বেঙ্গালুরু, নর্থ ইস্ট ইউনাইটেড, সুদেভা দিল্লিতে খেলার পর বাগানে এসেছিলেন। এটিকে মোহন বাগানের হয়ে দুটি ম্যাচে মাঠে নেমেছেন।

দীপক টাংরি- তেইশ বছর বয়সী মাঝমাঠের এই খেলোয়াড় এটিকে মোহন বাগানের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। প্রথম একাদশের নিয়মিত সদস্য প্রায়।