আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। তার আগে চোটের আশঙ্কা অনেকটাই বেড়ে গেছে। এবার বড় ধাক্কা খেতে পারে গত দুই ওয়ানডে বিশ্বকাপের রানার্স আপ দল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তারকা ফাস্ট বোলার টিম সাউদির বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়েছে বলে জানা গিয়েছে।
হাঁটুর অস্ত্রোপচারের পর এরই মধ্যে ফিরতে পারছেন না কিউই তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। একই সঙ্গে সাউদির ইনজুরি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ একদিনের ম্যাচে লর্ডসের মাঠে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি। ডান হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। এরপর মাঠের বাইরে গিয়ে স্ক্যান করার পর দেখা যায়, তার বুড়ো আঙুলের হাড় ভেঙে গিয়েছে। যার ফলে এবার আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে টিম সাউদি ৪ ওভার বোলিং করে দিয়েছিলেন ২৯ রান। ফিল্ডিং করার সময় ইংল্যান্ডের ইনিংসের ১৪তম ওভারে ক্যাচ নিতে গিয়ে চোট পান তিনি। এরপর মাঠের বাইরে গিয়ে স্ক্যান করার পর আঙুলের হাড় ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়। উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাউদি। তিনি যদি এই টুর্নামেন্ট মিস করেন, তাহলে তা কিউই দলের জন্য বড় ধাক্কা হতে পারে।
Injury Update | An x-ray has confirmed that Tim Southee dislocated and fractured a bone in his right thumb while attempting to take a catch in the 14th over of the 1st innings. A timeline for his recovery will be established tomorrow when he undergoes further assessment. #ENGvNZ pic.twitter.com/74zT4t9pGc
— BLACKCAPS (@BLACKCAPS) September 15, 2023
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।