অনিশ্চিত ইস্টবেঙ্গলের ম্যাচ!

এশিয়ান গেমসের জন্য স্কোয়াডের ঘোষণা করা হয়েছে। কয়েকজন সিনিয়র ফুটবলারদের সঙ্গে এক ঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে টুর্নামেন্ট খেলতে যাবে ইগোর স্টিম্যাচের দল।

East Bengal's Lineup

এশিয়ান গেমসের জন্য স্কোয়াডের ঘোষণা করা হয়েছে। কয়েকজন সিনিয়র ফুটবলারদের সঙ্গে এক ঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে টুর্নামেন্ট খেলতে যাবে ইগোর স্টিম্যাচের দল। এশিয়ান গেমসের কারণে বদল হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণের ক্রীড়া সূচি। কারণ জাতীয় শিবিরের জন্য বেশিরভাগ দল থেকে নেওয়া হয়েছে এক বা একাধিক ফুটবলারকে। গুরুত্বপূর্ণ সদস্য ছাড়া মাঠে নামতে নারাজ আইএসএল ক্লাব। পরিস্থিতি বুঝে ইতিমধ্যে একটি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। অনিশ্চয়তা রয়েছে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে।

এশিয়ান গেমসের জন্য নাওরেম মহেশ সিংকে ডেকে পাঠানো হয়েছে জাতীয় দলের শিবিরে। যদিও তিনি যোগ দেবেন কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। কিংবা যোগ দিলেও মাঠে নামতে পারবেন কি না সেটাও দেখার বিষয়। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে, মহেশের পায়ে চোট রয়েছে। এই পরিস্থিতিতে তাকে মাঠে নামানো আদৌ যুক্তিযুক্ত কিনা সে ব্যাপারে প্রশ্ন তুলেছে ক্লাব। সম্প্রতি ইস্টবেঙ্গলের অনুশীলনে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মহেশকে দেখা গিয়েছে। কিংস কাপের সময় থেকে নাকি তার চোট রয়েছে বলে ক্লাবের দাবি।

   

মহেশকে এশিয়ান গেমস খেলতে পাঠানো হবে না, এমনটা অবশ্য ইস্টবেঙ্গল ক্লাবের তরফে বলা হয়নি। বরং মহেশ কিছু দিনের জন্য থাকবেন না সে কথা ধরে অন্য প্রস্তাব দিয়েধে লাল হলুদ শিবির। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ পিছিয়ে দেওয়ার ব্যাপারে আবেদন জানাতে পারে ইস্টবেঙ্গল। আগামী ২৫ সেপ্টেম্বর ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণের ম্যাচে খেলতে নামার কথা রয়েছে তাদের। প্রতিপক্ষ জামশেদপুর ফুটবল ক্লাব। এই ম্যাচটি যাতে পিছিয়ে দেওয়া হয় সে ব্যাপারে ইস্টবেঙ্গল প্রস্তাব দিয়েছে বলে মনে করা হচ্ছে।

এফসি গোয়ার ম্যাচ অবশ্য আগেই পিছিয়ে দেওয়া হয়েছে। এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসির ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর এই ম্যাচ হওয়ার কথা ছিল।