ভারত বনাম ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি বিশাখাপত্তনমে খেলা হচ্ছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে তিনটি পরিবর্তন দেখা গেছে। দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে জায়গা পেয়েছেন মুকেশ কুমার, কুলদীপ যাদব ও রজত পতিদার।
প্রথম ম্যাচে চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। এরপর স্কোয়াডে জায়গা পেয়েছেন সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার। কিন্তু এই তিন ক্রিকেটারের কাউকেই প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি। রজত পতিদার ইতিমধ্যেই টেস্ট সিরিজের জন্য দলে নির্বাচিত হয়েছিলেন, এবার দ্বিতীয় ম্যাচের জন্য তাকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশাখাপত্তনম টেস্টের আগে শোনা গিয়েছিল, দ্বিতীয় ম্যাচে অভিষেকের সুযোগ পেতে পারেন সরফরাজ খান ও রজত পতিদারের মধ্যে একজন। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে অভিষেকের সুযোগ পেয়েছিলেন রজত পতিদার। রজত পতিদার প্রথম শ্রেণির ক্রিকেট এবং আইপিএলে খুব ভাল পারফর্ম করেছেন, যার কারণে তিনি টিম ইন্ডিয়ায় খেলার সুযোগ পেয়েছেন।
A look at #TeamIndia's Playing XI for the 2nd #INDvENG Test 🙌
Follow the match ▶️ https://t.co/X85JZGt0EV@IDFCFIRSTBank pic.twitter.com/fE4mYc9yfw
— BCCI (@BCCI) February 2, 2024
দ্বিতীয় টেস্টে স্কোয়াডে জায়গা পেয়েছেন সরফরাজ খানও। যার পর ভক্তরা আশা করছিলেন সরফরাজ খানের টেস্ট অভিষেক হতে পারে। তবে এখন সরফরাজ খানের ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। দ্বিতীয় টেস্টে অভিষেকের সুযোগ পেয়েছেন রজত পতিদার। আশা করা হচ্ছে যে সরফরাজ খানও সিরিজের আসন্ন ম্যাচগুলিতে টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেকের সুযোগ পেতে পারেন।