কীভাবে এশিয়ান গেমস খেলতে পারেন নাওরেম মহেশ? জানুন

চলতি মরশুমের একেবারে প্রথম দিকে এসেই চোটের কবলে পড়তে হয়েছে ইস্টবেঙ্গল দলের নয়া বিদেশী ফুটবলার জর্ডান এলসেকে। টুর্নামেন্টের শুরু থেকে দলের মধ্যমনি হয়ে উঠেছিলেন তিনি।

Naorem Mahesh Singh

চলতি মরশুমের একেবারে প্রথম দিকে এসেই চোটের কবলে পড়তে হয়েছে ইস্টবেঙ্গল দলের নয়া বিদেশী ফুটবলার জর্ডান এলসেকে। টুর্নামেন্টের শুরু থেকে দলের মধ্যমনি হয়ে উঠেছিলেন তিনি। তবে ফাইনালে খুব একটা সুবিধা ছিল না তার পক্ষে। প্রথমদিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও পরে বল দখল করতে গিয়ে মাঠেই পড়ে যান তিনি সেখান থেকে চোট।

প্রথমদিকে সেরকম কোনো কিছু বোঝা না গেলেও সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু। বর্তমানে তিনি রিহ্যাব শুরু করলেও আগামী বেশ কয়েকমাস মাঠে নামতে পারবেন না এই তারকা ফুটবলার। তবে তিনি একানন চোটের মধ্যে রয়েছেন ইস্টবেঙ্গল দলের আরও এক ফুটবলার।

তিনি নাওরেম মহেশ সিং। গত কয়েকদিন আগেই জাতীয় শিবির থেকে ফিরে এসেছেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে ক্লাবের মাঠে আয়োজিত হায়দরাবাদ এফসির সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলার কথা থাকলেও দেখা যায়নি তাকে। পরে বিকেলের দিকে ক্লাবে আসলেও তাকে দেখে যথেষ্ট অবাক হন সকলে। দেখা যায় মহেশ সিংয়ের বা পায়ে রয়েছে ব্যান্ডেজ। সেইসাথে হাঁটতে ও অসুবিধা হচ্ছিল এই তারকার। পরবর্তীতে তার চোটের ব্যাপারে প্রশ্ন করা হলে জানা যায়নি তেমন কিছু। এসবের মাঝেই এবার এশিয়ান গেমস খেলার জন্য জাতীয় শিবিরে ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে একজন চোট পাওয়া ফুটবলার আদৌ কিভাবে খেলতে পারবে এশিয়ান গেমসের মতো ইভেন্ট? যতদূর জানা গিয়েছে, ১৯ তারিখ এশিয়ান গেমসের ম্যাচের আগেই বিশেষভাবে মেডিক্যাল টেস্ট হবে লাল-হলুদের এই ভরসাযোগ্য ফুটবলারের। সেখানে সমস্ত কিছু খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন।