Qatar WC: বিশ্বকাপের আসরে ধেয়ে এসেছে বালির টর্নেডো, কাতারে জারি সতর্কতা

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: গরম বালির ঝড়টার আঁচ অফিসের মধ্যে দশ ডিগ্রি ঠাণ্ডায় বুঝতে পারিনি। হঠাৎ এল সতর্কতা, সাথে ভয়ঙ্কর (Tornado) টর্নেডোর পাক খাওয়ার মুহূর্ত।…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: গরম বালির ঝড়টার আঁচ অফিসের মধ্যে দশ ডিগ্রি ঠাণ্ডায় বুঝতে পারিনি। হঠাৎ এল সতর্কতা, সাথে ভয়ঙ্কর (Tornado) টর্নেডোর পাক খাওয়ার মুহূর্ত। ছবি দেখে চমকে গেলাম। দোহা শহরে আপাতত টর্নেডো সতর্কতা। (Qatar WC) বিশ্বকাপের আসরে ছড়িয়েছে ভয়।

সমুদ্রের নয় বালির সাগরে ঘূর্ণিঝড়। এই বালির ঘূর্ণি বহুদিন পর দেখা গেল। বাইরে খরখরে হাওয়া। তার মানে আরও ঝড় হতে পারে। কী হবে? ফুটবল বিশ্বকাপের আসরে কি বালির ঝড়ে তছনছ হবে। দোহাবাসী চিন্তায়।

কাতারের আবহাওয়া বিভাগ থেকে সতর্কতায় বলা হয়েছে সবাই ঘরে থাকুন আগামী কয়েক ঘণ্টা। আর যে সকল বিদেশীরা এসেছেন তারা নিজেদের ক্যাম্পে থাকুন। মরুভূমিতে টর্নেডো ঘুরছে।

দোহা শহর থেকে কমবেশি ৬০ কিলোমিটার দূরে এই ভয়াবহ বালির টর্নেডো দেখা গেছে। জায়গাটার নাম রাস লাফান। এটা কাতারের শিল্পকেন্দ্র। সেখানেই টর্নেডো পাক খেয়েছে।

এদিকে কাতারের নামল বৃষ্টি! শিলাবৃষ্টি! এ কী দেখছি! একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকি কাতারে। এ তো আমার সবুজ শ্যামল বাংলাভূমি নয় যে বৃষ্টি আশীর্বাদ হবে। কাতার হলো মরুদেশ। এখানে বৃষ্টি মানেই আনন্দ। তবে আজ আনন্দ হচ্ছে না। দীর্ঘদিন পর ভেজা প্রকৃতি দেখলাম। সাথে চিন্তা বাড়ছে। ওই মরুভূমির বালির টর্নেডো যদি বিশ্বকাপের আসরের দিকে তেড়ে আসে!