World Cup 2023: শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম চারের খুব কাছে চলে এল আফগানিস্তান

বিশ্বকাপ ২০২৩-এর (World Cup 2023) চার নম্বর স্পট খুব ভাইটাল হতে চলেছে। অস্ট্রেলিয়া আপাতত চার নম্বরে থাকলেও তাদের সেমিফাইনালে যাওয়ার টিকিট এখনও নিশ্চিত হয়নি। তাদের…

Afghanistan

বিশ্বকাপ ২০২৩-এর (World Cup 2023) চার নম্বর স্পট খুব ভাইটাল হতে চলেছে। অস্ট্রেলিয়া আপাতত চার নম্বরে থাকলেও তাদের সেমিফাইনালে যাওয়ার টিকিট এখনও নিশ্চিত হয়নি। তাদের ওপর চাপ বাড়াচ্ছে আফগানিস্তান। সোমবার শ্রীলঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ার খুব কাছে চলে এল আফগানিস্তান (Afghanistan)।

সোমবার মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিল আফগানিস্তান। শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই। এশিয়া কাপের পর আশা করা হয়েছিল বিশ্বকাপে কিছু চমক দিতে পারে তারা। চমকে দিচ্ছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে খুব সহজে পরাজিত করে শেষ চারে প্রবেশ করার ব্যাপারে অন্যতম দাবিদার হয়ে উঠলেন রশিদ খানরা।

   

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ (৪৯.৩ ওভার) করে শ্রীলঙ্কা। টপ অর্ডারের ব্যাটারা মিলিজুলি প্রচেষ্টা করলেও বড় রান করতে কেউ পারেননি। যার ফলে বড় পার্টনারশিপ কিংবা ব্যক্তিগত বড় কোনো ইনিংস গড়ে ওঠেনি লঙ্কান ইনিংসে। ওপেনার নিশংকা করেছেন সর্বোচ্চ ৪৬ রান। আফগানিস্তানের Fazalhaq Farooqi নিয়েছেন চার উইকেট।

বলের পর ব্যাট হাতেও শ্রীলঙ্কাকে টেক্কা দিয়েছে আফগানিস্তান। গুরবাজ কোনো রান না করে আউট হলেও দলের পরের চার ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলেছেন। তিনজন করেছেন অর্ধশত রান। রহমত শাহ (৬২ রান), অধিনায়ক Hashmatullah Shahidi (অপরাজিত ৫৮ রান) ও ওমরজাই (অপরাজিত ৭৩ রান) খেলেছেন উল্লেখযোগ্য ইনিংস। ২৮ বল ও ৭ উইকেট বাকি থাকতে ম্যাচ জিতে নেন তারা। এই জয়ের সুবাদে বিশ্বকাপ ২০২৩ লীগ ক্রম তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান।