Juan Ferrando: জামশেদপুর ম্যাচের আগে দলের পরিস্থিতি ‘ফাঁস’ করলেন মোহন-কোচ

আগামী বুধবার ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপর এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। তার আগে শহরে আজ শেষ অনুশীলন করে মেরিনার্সরা। এরপর আগামীকাল জামশেদপুর উড়ে যাবে গোটা…

Mohun Bagan coach Juan Ferrando

আগামী বুধবার ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপর এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। তার আগে শহরে আজ শেষ অনুশীলন করে মেরিনার্সরা। এরপর আগামীকাল জামশেদপুর উড়ে যাবে গোটা দল। তার আগে আজ সাংবাদিক বৈঠক করেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো (Mohun Bagan Coach Juan Ferrando) । সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উন্মোচন করেন এই স্প্যানিশ বস।

আসলে ভারতীয় তারকা আনোয়ার আলীর অনুপস্থিতিতে যথেষ্ট প্রভাব ফেলতে চলেছে দলের অন্দরে। পাশাপাশি এএফসি কাপের গত ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে দুইবার এগিয়ে থেকে ও ম্যাচ ড্র করায় কিছুটা হলেও হতাশা এখনো থেকে গিয়েছে ফেরেন্দোর। তবে সবকিছুর উর্ধ্বে গিয়ে দলের ফুটবলারদের চোট নিয়েই যথেষ্ট চিন্তা প্রকাশ করতে দেখা যায় গতবারের আইএসএল জয়ী কোচকে।

এই পরিস্থিতিতে বাগান দলের ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলীর চোট নিয়ে প্রশ্ন করা হলে ফেরেন্দো বলেন, তার চোট এখনও সেরে উঠতে ঠিক কতটা সময় লাগবে তা এখনো বলা সম্ভব নয়। তবে আনোয়ারকে সবুজ-মেরুন জার্সিতে পুরোনো ছন্দে দেখতে হলে যে অনেকটাই সময় লাগবে তা স্বীকার করে নিয়েছেন। তবে এই পরিস্থিতিতে দলের অন্যান্য ফুটবলারদের উপরেই বাড়তি ভরসা রাখতে চান বাগান কোচ।

এক্ষেত্রে দীপক টাংড়ির পাশাপাশি আশিষ রাই ও শুভাশিস বসুর মতো ফুটবলারদের উপরেই থাকতে পারে বাড়তি দায়িত্ব। তবে কোনোভাবেই প্রতিপক্ষ দল জামশেদপুর এফসিকে তুচ্ছ করে দেখছেন না তিনি। আসলে ফেরেন্দোর কথায়, এবারের আইএসএল মরশুমের শুরুটা জামশেদপুর দলের জন্য খুব একটা মঙ্গলজনক না থাকলেও যেকোনো সময় অঘটন ঘটিয়ে দিতে সক্ষম তারা। তাছাড়া কোচ স্কট কুপারের তত্ত্বাবধানে নিজেদের ঘরের মাঠে দল যে আরও শক্তিশালী হয়ে উঠবে সেকথা ভালো মতোই বুঝতে পারছেন দলের স্প্যানিশ কোচ।

উল্লেখ্য, গত ম্যাচে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে যথেষ্ট ভালো খেলেও শেষ রক্ষা করতে পারেনি জামশেদপুর। শেষ মুহূর্তে গোল খাওয়ার ফলে মাঠেই ফেলে আসতে হয় পুরো পয়েন্ট। যা নিয়ে প্রচন্ড আফশোস ছিল স্কট কুপারের ছেলেদের। এবার নিজেদের ঘরের মাঠে সবুজ-মেরুনের বিপক্ষে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর জামশেদপুর ফুটবল দল।