Liston Colaco: অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট পাওয়া নিয়ে আশাবাদী লিস্টন

আগামী ১ নভেম্বর আইএসএলে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে গতবারের বিজয়ী মোহনবাগান (Mohun Bagan)। এএফসি কাপের গত ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের…

Liston Colaco

আগামী ১ নভেম্বর আইএসএলে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে গতবারের বিজয়ী মোহনবাগান (Mohun Bagan)। এএফসি কাপের গত ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতার এই প্রধান। তবে সেই ম্যাচে এগিয়ে থেকেও জয় পায়নি দল। যা নিয়ে হতাশা ছিল সকলের মধ্যেই। তবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে জামশেদপুর এফসির বিপক্ষে সহজ জয় তুলে নিতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।

সেজন্য কোচ হুয়ান ফেরেন্দোর নেতৃত্বে গত কয়েকদিন ধরে কঠোর অনুশীলন করেছে গোটা দল। জয়ের সরনীতে ফিরে দলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য সকলের। তবে সেই ম্যাচে দলের ভরসাযোগ্য তারকা ডিফেন্ডার আনোয়ার আলীর চোট পাওয়ার দরুণ বাড়তি চাপ দেখা দিয়েছে দলের অন্দরে। শুধুমাত্র ক্লাব ফুটবল নয় দেশের ফুটবল দলের ক্ষেত্রে ও অন্যতম ভরসাযোগ্য তারকা হলেন আনোয়ার। তার চোট পাওয়ায় আগত আন্তর্জাতিক টুর্নামেন্টে দলের রক্ষনভাগ সাজানো নিয়েও চাপ থাকছে স্টিমাচের।

   

আজ, সোমবার ঘন্টাকয়েক আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে জামশেদপুর ম্যাচের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ও আনোয়ার আলীকে নিয়ে যথেষ্ট চিন্তায় থাকতে দেখা যায় বাগান কোচকে। তিনি বলেন, “আনোয়ারের চোট এখনো সেরে উঠতে ঠিক কতটা সময় লাগবে তা এখনো বলা সম্ভব নয়। তবে আনোয়ারকে সবুজ-মেরুন জার্সিতে পুরোনো ছন্দে দেখতে হলে যে অনেকটাই সময় লাগবে। এই সময়ে আমাদের দলের অন্যান্য ফুটবলারদের দেখে নেওয়া হবে।” অর্থাৎ তার কথায় দীপক টাংড়ি থেকে শুরু করে আশিষ রাই ও শুভাশিস বসুর মতো ফুটবলারদের দিকেই বাড়তি নজর রাখতে চাইছেন স্প্যানিশ কোচ।

তবে জামশেদপুরের এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী বাগানের তারকা উইঙ্গার লিস্টন কোলাসো। তিনি বলেন, গত ম্যাচে আমরা এগিয়ে থাকলেও নিজেদের ভুল বোঝাবুঝির জন্য সমস্যা দেখা দিয়েছিল। তবে গত কয়েকদিন ধরে আমরা যথেষ্ট অনুশীলন করেছি। তাই সেক্ষেত্রে আসন্ন ম্যাচ জিতে ফের গ্রুপ শীর্ষে যাওয়ায় লক্ষ্য থাকবে আমাদের।