উইলিস প্লাজার দেশওয়ালি ভাইয়ের ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা

আইলিগে ত্রিনিদাদ এন্ড টোব্যাগোর স্ট্রাইকার উইলিস প্লাজা (Willis Plaza) ইস্টবেঙ্গল (East Bengal) দলে এসে বিশেষ সুবিধা করতে না পারলেও তারই দেশওয়ালি ভাই জুডাহ গার্সিয়ার লাল…

Willis Plaza

আইলিগে ত্রিনিদাদ এন্ড টোব্যাগোর স্ট্রাইকার উইলিস প্লাজা (Willis Plaza) ইস্টবেঙ্গল (East Bengal) দলে এসে বিশেষ সুবিধা করতে না পারলেও তারই দেশওয়ালি ভাই জুডাহ গার্সিয়ার লাল হলুদ জার্সি গায়ে চাপানো ঘিরে এই মুহুর্তে জল্পনা তুঙ্গে।

এই সংক্রান্ত আর খবর: ট্রান্সফার বাজারে বাঙালি ডিফেন্ডার প্রবীর দাসের দল-বদলের সম্ভাবনা প্রবল

বছর ২২’র রাইট উইঙ্গার জুডাহ গার্সিয়াকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি টিম ম্যানেজমেন্টের ঝোঁক এই কারণে বেশি যে গার্সিয়া আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালবাসে। তাই দলের শক্তি আর সামর্থ্যের বিচারে এই অ্যাটাকিং মিডিও নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে ইস্টবেঙ্গল এফসি টিম ম্যানেজমেন্টে এমনটাই সূত্র মারফৎ জানা গিয়েছে।

এই সংক্রান্ত আর খবর: ISL: হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া ইস্টবেঙ্গল

দল ত্রিনিদাদ এন্ড টোব্যাগোর সুপার লিগ ২ টুর্নামেন্টে AEK এথেন্স বি দলে খেলা জুডাহ গার্সিয়ার দল পয়েন্ট টেবলে নয় নম্বরে রয়েছে।জানুয়ারিতে ফিফা ট্রান্সফার উইন্ডো খুলছে।ইন্ডিয়ান সুপার লিগে ৮ ম্যাচ খেলে ৫ ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল এফসি,জিতেছে তিন ম্যাচ।লিগ টেবলে যতটা ওপরে ওঠা যায় এটাই এখন লক্ষ্য। হাতে থাকা ১২ টা ম্যাচ থেকে যতটা উন্নতি করা যায় এই লক্ষ্যে শীতকালীন ট্রান্সফার উইন্ডো কাজে লাগিয়ে ভোল পাল্টাতে চাইছে রেড এন্ড গোল্ড ব্রিগেড। এই কারণে হন্যে হয়ে ফুটবলার খোঁজার তাগিদ ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের।