আজই নিজেদের শেষ ম্যাচ খেলছে এটিকে মোহনবাগান, গত কয়েক বছর কেমন ছিল পারফরম্যান্স?

আইএসএল ও সুপার কাপের পর এবার নিজেদের শেষ ম্যাচ খেলছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আগামী মরশুম থেকেই বদলে যাবে দলের নাম। এ

ATK Mohun Bagan big announcement regarding contract extension with footballers

আইএসএল ও সুপার কাপের পর এবার নিজেদের শেষ ম্যাচ খেলছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আগামী মরশুম থেকেই বদলে যাবে দলের নাম। এটিকে কর্নধারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মরশুম থেকে নিজেদের পুরোনো নাম বদলে মোহনবাগান সুপারজায়ান্টস নামে খেলবে মেরিনারর্সরা। তবে পুরোনো নামের এই শেষলগ্নে এসেও নিজেদের সেরাটা দিয়েই মরশুম শেষ করতে চান বাগান ফুটবলাররা।

উল্লেখ্য, এবারের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই অফিসিয়ালি ভাবে দলের নতুন নামের কথা ঘোষণা করেন দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেন, আগামী মরশুম গুলি থেকে এটিকে মোহনবাগানের পরিবর্তে মোহনবাগান সুপারজায়ান্টস নামেই খেলবে কলকাতার এই প্রধান। যা শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠে আপামর সবুজ-মেরুন জনতা। কারন বহুদিন ধরে লগ্নিকারী সংস্থার থেকে ঠিক এমনই এক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন সকলে। অবশেষে সেই বহু কাঙ্খিত ঘোষণা আসায় খুশির আমেজ ধরা দিয়েছিল গোটা শহর জুড়ে।

আসলে, একটা দলের সঙ্গে এটিকে সংযুক্ত হওয়ায় সমর্থকদের একটা বিরাট অংশ খুশি হওয়ার বদলে আঘাতটাই পেয়েছিলেন প্রবলভাবে। যারফলে, দিনের পর দিন দলের নাম থেকে এটিকে সরানোর জন্য প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন ব্যাপকভাবে। পথে নেমে বিক্ষোভ দেখানো থেকে শুরু করে ক্লাবের বাইরে বিক্ষোভ দেখানো এমনকি ম্যাচ বয়কট করতে ও দেখা গিয়েছিল সমর্থকদের। তবে সঞ্জীব গোয়েঙ্কার সেই ঐতিহাসিক ঘোষনা করার পর বহু লড়াইয়ের পর যেন সাফল্য খুঁজে পেয়েছে মেরিনারর্সরা।

তবে দল হিসেবে কতটা সফল থেকেছে এটিকে মোহনবাগান? পরিসংখ্যান বলছে, গত ২০২০ সালের দলের সংযুক্তিকরনের পর ২০২০-২০২১ মরশুমে আইএসএলের ফাইনালিস্ট হয় সবুজ-মেরুন ব্রিগেড। তারপর সেই একই বছরেই এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেলে এটিকে মোহনবাগান। তারপর ২০২১-২২ মরশুম। সেবার অন্যান্য দল গুলির সাথে তুল্যমূল্য লড়াই করলেও সেমিফাইনালের গন্ডি আর টপকানো হয়নি সঞ্জীব গোয়েঙ্কাদের।

সেই বছর ও এএফসি কাপের ইন্টারজোনাল প্লেঅফে পৌঁছতে সক্ষম হয় দল। তবে শেষ রক্ষা হয়নি। তাছাড়া করোনা আবহে সুপার কাপ ও ডুরান্ড কাপ আয়োজিত না হলেও চলতি বছরে এই দুই টুর্নামেন্টে তথৈবচ পারফরম্যান্স থাকে এটিকে মোহনবাগানের। তবে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে এটিকেম্বি। বর্তমানে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে দল।

তবে ভালোর পাশাপাশি বহু বিতর্কিত বিষয় ও উঠে এসেছে এই কয়েক বছরে। তার মধ্যে অন্যতম হল, আইএফএ র বহু অনুরোধের পরে ও কলকাতা ফুটবল লিগে নিজেদের দল নামাতে চায়নি এটিকে মোহনবাগান শিবির। এছাড়াও ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে খেলোয়াড়দের বাজে ব্যবহারের প্রসঙ্গ ও উঠে এসেছে একাধিকবার। তবে এটিকে মোহনবাগান জামানায় আইএসএল জয়ের পাশাপাশি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মালদ্বীপের মাজিয়া এফসির মতো একাধিক দলের সাথে ম্যাচ খেলেছেন বাগান ফুটবলাররা। তবে এবার এক নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় সকলে।