Pritam Kotal: আইএসএল জিতে কলকাতায় ফিরব, আত্মবিশ্বাসী প্রীতম

এবার প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। তবে সেসব কে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বাগান অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)।

pritam kotal

এবার ফাইনাল। আর একটা ম্যাচ মাত্র, জিতলেই এবারের আইএসএল ট্রফির অধিকারী হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তবে কাজটা যে খুব একটা সহজ হবে না, তা সকলেরই জানা। এবার প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। তবে সেসব কে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বাগান অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)। বরং আগামী ১৮ মার্চ ম্যাচ জিতে ১৯ তারিখ কলকাতায় ফিরে আসার কথা শোনা যায় তার মুখে। যা শুনে এখন থেকেই ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে সবুজ-মেরুন সমর্থকরা। এবার গোয়ার জহরলাল নেহেরু স্টেডিয়ামের ফাইনাল ম্যাচ নিয়ে দিন গোনা শুরু সকলের।

আরও পড়ুন: ATK Mohun Bagan: কোন জাদুতে ট্রাইবেকারে বাজিমাত করল মোহনবাগান? জানালেন ফেরেন্দো

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রীতম বলেন,” এখন আমাদের একটাই লক্ষ্য ফাইনালে ভালো খেলে ট্রফি জেতা। সেমিফাইনালে আমরা যেভাবে সবাই একসাথে লড়াই করেছি ফাইনালে ও একইভাবে নিজেদের একশো শতাংশ উজাড় করে দিতে হবে। তাহলেই ট্রফি জয় আমাদের নিশ্চিত হয়ে যাবে।”সেইমতো আজ থেকেই নিজেদের কাপ জয়ের প্রস্তুতি শুরু করেছে এটিকে মোহনবাগান।

আরও পড়ুন: ATK Mohun Bagan: রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের জন্য দল ঘোষণা করল মোহনবাগান

উল্লেখ্য, ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক করে নির্ধারিত নব্বই মিনিটের মধ্যে ম্যাচ শেষ করার কথা জানিয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরেন্দো। তবে স্প্যানিশ কোচের সেই আশা পূরন না হলেও ট্রাইবেকার জিতে ফাইনালের টিকিট জেতার স্বপ্ন ঠিক পূরন হয়েছে। সেমিফাইনালের প্রথম লেগে নিজামের শহরে গিয়ে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে কাল শুরু থেকেই কিছুটা হলেও ব্যাকফুটে ছিল মানোলোর হায়দরাবাদ। তবে বাগানের ঘরের মাঠে ম্যাচ থাকায় বাড়তি অ্যাডভান্টেজ পাওয়ার কথা স্বীকার করে নিয়েছিলেন বিপক্ষের কোচ। ঠিক সেটাই হলো।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বিশালের হাত ধরেই ফাইনালের স্বপ্ন দেখছে মোহনবাগান

গতকাল ম্যাচের আগে থেকেই ছিল টিকিটের হাহাকার। সেইসাথে ম্যাচ শুরু হতেই যেন দেখা দিল এক অন্য যুবভারতী। যা বেশকিছু বছর আগে শেষবারের মতো দেখা দিয়েছিল। তবে একাধিকবার গোলের সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় দুই পক্ষ। খেলা চলে যায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল করার সুবর্ণ সুযোগ আসে এটিকে মোহনবাগানের পক্ষে। তবে শেষ পর্যন্ত বল গোলে রাখতে ব্যর্থ থাকেন বাগান তারকা কার্ল ম্যাকহিউ। অবশেষে, পেনাল্টি শুটআউটে এটিকে মোহনবাগানের জয়। নায়ক সেই প্রীতম কোটাল। এবার শেষ পর্যন্ত আদৌ নিজেদের ফর্ম ধরে রাখতে পারবে মনবীর-দিমিত্রিরা? এখন সেটাই দেখার।