গত জুলাই মাসের শেষেই প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) সিনিয়র দল। তাই অনেক আগেই শহরে আসতে শুরু করেছিলেন বাগান ফুটবলাররা। তারপর মোহনবাগান দিবস থেকেই কোচের তত্ত্বাবধানে জোরকদমে অনুশীলন শুরু করে ময়দানের এই প্রধান। যেখানে প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল দলের অধিকাংশ ফুটবলারদের।
তবে ভিসা সহ অন্যান্য কারণে শহরে আসতে দেরী হয় বাকিদের। উল্লেখ্য, গত শনিবার শহরে পা রেখেছিলেন গ্ৰেগ স্টুয়ার্ট। তারপর রবিবার সকালে শহরে চলে আসেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। কিন্তু কবে আসবেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)?
যতদূর খবর আগামী ৭ই আগস্ট গভীর রাতে শহরে পা রাখার কথা এই অজি ফুটবলার। তারপর থেকেই দলের সঙ্গে যোগ দেবেন পেত্রাতোস। এখন তাঁর আসার অপেক্ষায় পথ চেয়ে বসে বাগান সমর্থকরা।
সব ঠিকঠাক থাকলে আগামী ১৮ ই আগস্ট ডুরান্ড ডার্বিতে এই মরসুমৈর প্রথম ম্যাচ খেলবেন দিমি। তাঁর উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলবে সবুজ-মেরুনের আপফ্রন্টকে। তাছাড়া জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সের দল থাকলে যথেষ্ট চাপ বাড়বে প্রতিপক্ষ শিবিরের।