WI vs ENG: ১২ ঘণ্টা ক্রিজে থেকে একাই খেললেন ৮১.৩ ওভার

WI vs ENG: বারো ঘণ্টার ম্যারাথন ইনিংস। ভেঙে দিলেন টেস্ট ক্রিকেট ইতিহাসের বহু রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (Kraigg Brathwaite) ইংল্যান্ডের বিরুদ্ধে একা খেলছেন…

WI vs ENG: বারো ঘণ্টার ম্যারাথন ইনিংস। ভেঙে দিলেন টেস্ট ক্রিকেট ইতিহাসের বহু রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (Kraigg Brathwaite) ইংল্যান্ডের বিরুদ্ধে একা খেলছেন ৮১.৩ ওভার। 

বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। ড্র হয়েছিল প্রথম ম্যাচ। তাই দ্বিতীয়টিতে দুই পক্ষই দাগ কাটতে মরীয়া ছিল। কিন্তু দিন শেষে লাইম লাইটের প্রায় সবটাই ক্রেইগ ব্র্যাথওয়েটের ওপর। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৮৯ বল খেলে করেছেন ১৬০ রান। তাঁর ইনিংস সাজানো রয়েছে সতেরোটি বাউন্ডারি দিয়ে। 

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটসম্যান ব্ল্যাকউডও শতরান হাঁকিয়েছেন। ২১৫ বলে ১০২ রান করেছেন তিনি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫০৭/৯ (ডিক্লেয়ার) রানের জবাবে ব্যাট ইন্ডিজের স্কোর ৪১১। 

Wi vs eng
একাই দলকে টানলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

ম্যাচের ফলাফলের থেকেও ক্রিকেট প্রেমীরা বিস্মিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ইনিংস দেখে। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০ রানের ইনিংস খেলেছিলেন কিংবদন্তি ব্রায়ান লারা। ৭৭৮ মিনিট দীর্ঘ ছিল তাঁর ইনিংস। ব্র্যাথওয়েটের ইনিংসের মেয়াদ লারার ইনিংস-মেয়াদের কাছাকাছি। ব্র্যাথওয়েট ৭১০ মিনিট ব্যাট করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫৮২ বল খেলে লারা ৪০০ রান করেছিলেন। ক্রেইগ ১৬০ রান করেছেন ৪৮৯ বলে। 

Wi vs eng
৪০০ রান করে উচ্ছ্বাস ব্রায়ান লারার।

অধিনায়ক আউট হওয়ার পর ধস নামে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন-আপে। দলীয় ৩৮৫ রানের মাথায় আউট হয়েছিলেন তিনি। এরপরের উইকেট তুলতে অসুবিধা হয়নি ইংল্যান্ড বোলারদের। ৪১১ রানে থামে আয়োজক দলের প্রথম ইনিংস। 

দ্বিতীয় ইনিংসেও রান পেয়েছেন ক্রেইগ। ৫৬ রান করেছেন ১৮৪ বলে। ততক্ষণে ম্যাচের ছবি কিছুটা স্পষ্ট হয়ে গিয়েছিল। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টও যে অমীমাংসিত হতে চলেছে তা আঁচ করতে পেরেছিলেন অনেকে। দ্বিতীয় ইনিংস ইংল্যান্ডের স্কোর ১৮৫/৫ (ডিক্লেয়ার)। ওয়েস্ট ইন্ডিজের ১৩৫/৫।