ধর্ম মেনে চলা মানে ধর্মনিরপেক্ষতা, নয়া ‘সংজ্ঞা’ গুলাম নবী আজাদের

যারা ধর্ম মেনে চলেন, নিয়মিত ধর্মাচারণ করেন তারাই প্রকৃত ধর্মনিরপেক্ষ। এমনই দাবি করলেন কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। ভারতের জাতীয় কংগ্রেসের পুরনো সৈনিককে সাম্প্রতিক…

যারা ধর্ম মেনে চলেন, নিয়মিত ধর্মাচারণ করেন তারাই প্রকৃত ধর্মনিরপেক্ষ। এমনই দাবি করলেন কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। ভারতের জাতীয় কংগ্রেসের পুরনো সৈনিককে সাম্প্রতিক অতীতে বিদ্রোহী হতে দেখা গিয়েছিল। সেই ব্যক্তির মুখেই শোনা গেল মহাত্মা গান্ধীর বন্দনা।

রবিবার জম্মুতে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন গুলাম নবী আজাদ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভারতের রাজনীতি এখন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে কখনও কখনও সন্দেহ হয়যে আমরা সত্যিই মানুষ তো!”

এরপরেই ধর্ম এবং ধর্মনিরপেক্ষতার কথা শোনা গিয়েছে গুলাম নবী আজাদের মুখে। তিনি বলেছেন, “আমি মনে করি মহাত্মা গান্ধী একজন মহান হিন্দু এবং ধর্মনিরপেক্ষতার অন্যতম বড় অনুগামী। যে কোনও ব্যক্তি যখন প্রকৃত উপায়ে ধর্মকে অনুসরণ করে চলে এবং নিয়মিত ধর্মাচারণ করে সেই প্রকারের ব্যক্তিরাই প্রকৃত ধর্মনিরপেক্ষ হয়ে থাকে।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “সকল পরিচয়ের আগে আমরা মানুষ। হিন্দু, মুসলিম বা খ্রিষ্টানের মতো ধর্মীয় পরিচয় তার পরে।”

সাম্প্রতিককালে ‘দ্যা কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির বিরুদ্ধে সিনেমার মাধ্যমে রাজনীতি করার অভিযোগ উঠেছে। ওই সিনেমার মাধ্যমে সমাজে বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলেও দাবি করেছে কংগ্রেস এবং অন্যান্য অবিজেপি দলগুলি। যা নিয়ে পরোক্ষে মুখ খুলেছেন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। তিনি বলেছেন, “সন্ত্রাসবাদ জম্মু ও কাশ্মীরে জীবন ধ্বংস করেছে এবং এতে পাকিস্তান একটি বড় ভূমিকা পালন করেছে। জঙ্গিরা নিরাপত্তা কর্মী, পুলিশকে হত্যা করেছে এবং অনেক মহিলাকে বিধবা করে দিয়েছে, সে কাশ্মীরি পণ্ডিত হোক বা কাশ্মীরি মুসলমান।”