East Bengal flag: মোহনবাগান তাঁবুতে হঠাৎ কেন লাল-হলুদ পতাকা, জানুন বিস্তারিত

সদ‍্য সোশ্যাল মিডিয়ায় এক ছবি আগুনের ন‍্যায় ছড়িয়েছে সর্বত্র। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মাঠে শোভা পাচ্ছে ইস্টবেঙ্গলের সুবিশাল পতাকা (East Bengal flag)। বিষয়টা কিছুতেই বোধগম্য হচ্ছিলো…

East Bengal flag in Mohun Bagan tent

সদ‍্য সোশ্যাল মিডিয়ায় এক ছবি আগুনের ন‍্যায় ছড়িয়েছে সর্বত্র। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মাঠে শোভা পাচ্ছে ইস্টবেঙ্গলের সুবিশাল পতাকা (East Bengal flag)। বিষয়টা কিছুতেই বোধগম্য হচ্ছিলো ফ‍্যানেদের ।

একেই তো এখনও জ্বলজ্বল করছে ক্লাবের নামের মাথা থেকে এটিকে না স‍রার ক্ষত ‌। আর তারপর চিরশত্রু ক্লাবের এতো বড় পতাকা নিজেদের মাঠে দেখে কার্যত ক্ষেপে উঠেছে সবুজ মেরুন সমর্থক’রা । তারা ইতিমধ্যে সেই ভাইরাল ছবি নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে ।

তবে বিষয়টি নিয়ে অযথা জল্পনা বাড়ার আগে জানাই , এটা করা হয়েছে নেহাত আইএসএলের প্রোমো শুটের জন্যে । আসলে প্রোমো শুটের জন‍্যে বেছে নেওয়া হয়েছে সবুজ মেরুন তাঁবু ,গ‍্যালারি সাজিয়ে তোলা হচ্ছে বিশেষ ভাবে । তাই সেখানে রাখা হয়েছিল ইস্টবেঙ্গলের পতাকা ।

এদিন মোহনবাগানের প্রস্তুতি নেওয়ার শেষে প্রোমো শুটের আয়োজন হয় ‌‌। এদিকে আগামী ৭ ই সেপ্টেম্বর যুবভারতীতে কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে এএফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনাল খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড । সোম এবং মঙ্গলবার ক্লোজড ডোর প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন শিবিরের কোচ জুয়ান ফেরান্দো।