East Bengal-Mumbai FC: মুম্বইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের খেলা দেখে খুশি বিদেশ

যতদিন গড়াবে ইস্টবেঙ্গল (East Bengal) আরও ভালো ফুটবল খেলবে এমনটাই ধারণা প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর (Bidesh Ranjan Bose)। সেই সঙ্গে তিনি আশাবাদী আইএসএলে ভালো খেলবে…

Bidesh Ranjan Bose

যতদিন গড়াবে ইস্টবেঙ্গল (East Bengal) আরও ভালো ফুটবল খেলবে এমনটাই ধারণা প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর (Bidesh Ranjan Bose)। সেই সঙ্গে তিনি আশাবাদী আইএসএলে ভালো খেলবে ইস্টবেঙ্গল।

স্টিফেনের দায়িত্ব নেওয়ার সময় অনেকেই বলেছিলেন, এবার ইস্টবেঙ্গল ভালো খেলবে । প্রথম দুটো ম্যাচ ড্র করলেও ডার্বি ম্যাচে অবশ্য হেরে গিয়েছে লাল-হলুদ। দলের পারফরম্যান্স দেখে বেশ হতাশ হয়েছিলেন সমর্থকরা। তবে শেষ ম্যাচে মুম্বাইয়ের মতো দলকে হারানোর পর ইস্টবেঙ্গলকে পুরনো মেজাজ পাওয়া গিয়েছে, তাতে বেশ খুশি লাল হলুদ শিবির ।

এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বিদেশ বলেন, ‘ইস্টবেঙ্গল শেষ ম্যাচে চমৎকার ফুটবল খেলেছে। মুম্বই এফসির মতো শক্তিশালী দলকে ওরা হারিয়ে দিয়েছে। এই ইস্টবেঙ্গলের থেকে এমন খেলাটাই আমরা চাইছিলাম। আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে হয়েছে। শেষ ম্যাচে আমার ওদের খেলা ভালো লেগেছে।’

আইএসএলে কেমন ফুটবল খেলতে পারে, এই প্রসঙ্গে বিদেশ বলেন, ‘ ইস্টবেঙ্গল অবশ্যই আইএসএলে ভালো ফুটবল খেলবে। হাতে এখনও সময় রয়েছে। তাই যত দিন গড়াবে এই দলটা আরও তৈরি হবে। আশা করি ইস্টবেঙ্গল আরও ভালো ফুটবল খেলবে আইএসএলে।’