Vishal Kaith: লাল-হলুদ বাদ দিয়ে কেন মোহনবাগানে এলেন বিশাল? জানুন বিস্তারিত

এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বিশাল কাইথ (Vishal Kaith)। তিনিই এবারের গোল্ডেন গ্লাভস জয়ী তারকা।

Vishal Kaith - Indian football goalkeeper

এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বিশাল কাইথ (Vishal Kaith)। তিনিই এবারের গোল্ডেন গ্লাভস জয়ী তারকা। একটা সময় হিমাচল প্রদেশে দাপিয়ে ভলিবল খেললেও ধীরে ধীরে ফুটবলের প্রতি আকৃষ্ট হন বিশাল। তারপর সন্তোষ ট্রফিতে বাংলায় খেলতে আসা। ব্যাস, আর ফিরে তাকাতে হয়নি হিমাচল প্রদেশের এই ফুটবলারকে। সুযোগ করে নিয়েছিলেন ভারতের জুনিয়র দলে। তারপর আইএসএল। প্রথমে চেন্নাইন এফসির হয়ে আইএসএল খেলেন বিশাল। সেখান থেকেই ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের নজরে আসেন তিনি। কিন্তু কেন লাল-হলুদে এলেন না আইএসএলের এই সেরা গোলরক্ষক?

শ্রী সিমেন্টের সঙ্গে তখন সদ্য সম্পর্ক চুকিয়েছে লাল-হলুদ শিবির। ক্লাবে তখনও আসেনি অন্য কোনও ইনভেস্টর। সেইসময় ভারতীয় খেলোয়াড়দের নিয়ে একটি তালিকা তৈরি করেছিল ইস্টবেঙ্গলের কর্মসমিতির সদস্যরা। সেখানে সবার উপরে ছিল এই বিশাল কাইথের নাম। সেইমতো তার সাথে কথাবার্তা ও প্রায় চূড়ান্ত করে ফেলেছিল লাল-হলুদ। কিন্তু ইনভেস্টর না থাকায় কোনও ভরসা পাচ্ছিলেন না বিশাল।

   

ঠিক এই সুযোগটাই কাজে লাগায় এটিকে মোহনবাগানের রিক্রুটাররা। তড়িঘড়ি করে বিশালের সাথে কথাবার্তা সম্পূর্ণ করে ইস্টবেঙ্গলের হাত থেকে বিশাল কাইথ কে ছিনিয়ে নেয় তারা। পরবর্তীতে ইমামি আসলে ও পেড়িয়ে গিয়েছিল অনেকটা সময়। যারফলে, বিশালের বিকল্প হিসেবে আর কাউকে পাওয়া সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে। অন্যদিকে সবুজ-মেরুন জার্সিতে প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে দিতে শুরু করেন বিশাল। শেষ পর্যন্ত বিশালের হাত ধরেই এবারের আইএসএল চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান। এবার লক্ষ্য সুপার কাপ।